• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১১:১৬:৫৮ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

০৫:৩৮ পিএম, ২৫ জুলাই ২০২৩


ক্যাটাগরি

বাংলাদেশ
সারাদেশ
জেলার খবর

আটোয়ারীতে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বদলীর দাবীতে মানববন্ধন


মঙ্গলবার ২৫শে জুলাই ২০২৩ বিকাল ০৫:৩৮



আটোয়ারীতে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বদলীর দাবীতে মানববন্ধন

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার জুগিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বদলীর দাবীতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। মঙ্গলবার দুপুরে আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের জুগিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পঞ্চগড় - আটোয়ারী সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সভাপতি অনিল চন্দ্র পাল, অভিভাবক মহেন্দ্র বর্মন, হৈমন্তি রানি, মলিন ও পারভিনসহ অনেকে। বক্তারা অবিয়োগ করেন, যুগি কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়ে রয়েছেন। আরেকজন সহকারি শিক্ষক মিলে তিনি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অনিয়ম চালিয়ে আসছেন। নিজেও বিদ্যালয়ে আসেন না নিয়মিত। একারনে কাগজে কলমে শতাধিক শিক্ষার্থী থাকলেও প্রতিদিন গড়ে ২০ জন শিক্ষার্থীও উপস্থিত থাকে না। এ ঘটনায় অবিলম্বে ব্যবস্থা নেয়ার দাবি জানান মানববন্ধনকারীরা। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->