জমি জবর দখলের অভিযোগে দেশের বৃহত্তম শিল্পগ্রুপ বেক্সিমকোর বিরুদ্ধে মানববন্ধন করেছে পঞ্চগড়ের তেঁতুলিয়ার কয়েকটি গ্রামের বাসিন্দারা। সোমবার দুপুরে উপজেলার দেবনগর ইউনিয়নের বাংলা চন্ডী গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে তারা গ্রামের সড়কে বিক্ষোভ করেন স্থানীয়রা। এতে গ্রামের প্রায় এক হাজার নারী পুরুষ অংশ নেন।স্থানীয়দের অভিযোগ, ২'শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের নামে বেক্সিমকো গ্রুপ তিন ফসলি জমি অবৈধভাবে দখল করছে। এর ফলে কয়েকটি গ্রামের হাজারো মানুষ ভূমিহীন হয়ে পড়বে। ভূমি দখল বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মন্তব্য করুনঃ