• ঢাকা
  • |
  • রবিবার ২২শে পৌষ ১৪৩১ সন্ধ্যা ০৬:৪৮:৫৯ (05-Jan-2025)
  • - ৩৩° সে:

‘তুফান’ সিনেমার প্রচারণায় ঢাকায় মিমি


বৃহঃস্পতিবার ১৩ই জুন ২০২৪ দুপুর ০১:০১



‘তুফান’ সিনেমার প্রচারণায় ঢাকায় মিমি

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: 

ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে  প্রতীক্ষিত সিনেমা 'তুফান'। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে কলকাতার মিমি চক্রবর্তী ও  মাসুমা রহমান নাবিলা। 

সিনেমাটির মুক্তি উপলক্ষে প্রচারণায় অংশ নিতে ঢাকায় এসেছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী। আজ বুধবার দুপুরের কলকাতা থেকে বাংলাদেশে আসেন। সন্ধ্যায়  রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে  সিনেমাটির সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি। 

মিমি চক্রবর্তী বলেন, 'এই সিনেমায় কাজ করার সময় একবারো মনে হয়নি বাইরে কোনো ছবিতে কাজ করছি। অনেকের সাথে প্রথম কাজ করেছি 'তুফান' সিনেমায়। শাকিব খান, চঞ্চল চৌধুরী, নাবিলা অসাধারণ। আমি আশা করব এই সিনেমার কথা ঘরে ঘরে হবে।' 

শাকিব খান বলেন, 'আমার ২৫ বছরের সিনেমা জীবনে বিনোদন সাংবাদিকরা আমার সাথে ছিলেন আছেন থাকবেন। তাদের নিয়েই এই সিনেমার যাত্রা শুরু হয়েছিল তাদের সাথে নিয়ে এগিয়ে যাব। 'তুফান' নতুন দিনের সিনেমা, এই সিনেমা মানুষের ভালোবাসা পাবে এইটুকু বলতে পারি।' 

এসময় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শাকিব খান, মাসুমা রহমান নাবিলা, চঞ্চল চৌধুরী, সিনেমাটির পরিচালক রায়হান রাফী, রেদওয়ান রনিসহ অনেকেই।  

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->