• ঢাকা
  • |
  • শুক্রবার ১৪ই চৈত্র ১৪৩০ রাত ১২:৩১:১৩ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার জন্মদিন আজ


শুক্রবার ২রা ডিসেম্বর ২০২২ বিকাল ০৩:২৭



বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার জন্মদিন আজ

ছবি সংগৃহীত

বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। আজ তার জন্মদিন। তিনি একাধারে অভিনেত্রী, প্রযোজক ও সংসদ সদস্য। অভিনয়ের পাশাপাশি নির্মাতা, আবৃত্তিশিল্পী, উপস্থাপক হিসেবেও খ্যাতি রয়েছে তার। 

শুক্রবার (২ ডিসেম্বর) ৬৪ বছরে পা রাখলেন বরেণ্য এ অভিনেত্রী। 

১৯৮০ সালে নির্মাতা সৈয়দ সালাউদ্দিন জাকী পরিচালিত ‘ঘুড্ডি’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। নব্বই দশকে বরেণ্য কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ‘আজ রবিবার’ এবং ‘কোথাও কেউ নেই’ নাটকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।

১৯৬০ সালের ২ ডিসেম্বর ঢাকায় জন্ম নেন সুবর্ণা মুস্তাফা। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে তার পৈত্রিক নিবাস। তিনি জনপ্রিয় অভিনেতা ও আবৃত্তিশিল্পী গোলাম মুস্তাফার মেয়ে। সে সময়ে তার মা হোসনে আরা পাকিস্তান রেডিওতে প্রযোজনায় দায়িত্বরত ছিলেন।

সুবর্ণা মুস্তাফার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো—‘ঘুড্ডি’ (১৯৮০), ‘নতুন বউ’ (১৯৮৩), ‘নয়নের আলো’ (১৯৮৪), ‘পালাবি কোথায়’ (১৯৯৭), ‘গহীন বালুচর’ (২০১৭) প্রভৃতি। এ ছাড়া অভিনয়ের স্বীকৃতিস্বরূপ দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক পেয়েছেন তিনি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ