• ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ দুপুর ১২:৪৩:৫৬ (15-Jan-2025)
  • - ৩৩° সে:

পুলিশের হাত থেকে জঙ্গি পালিয়ে যাওয়া নিছক দুর্ঘটনা: পররাষ্ট্রমন্ত্রী


মঙ্গলবার ২২শে নভেম্বর ২০২২ সন্ধ্যা ০৬:৫২



পুলিশের হাত থেকে জঙ্গি পালিয়ে যাওয়া নিছক দুর্ঘটনা: পররাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

পুলিশের হাত থেকে জঙ্গি পালিয়ে যাওয়া নিছক দুর্ঘটনা। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে সিলেটে জেলা সাহিত্য মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পুলিশের হাত থেকে দু’জন জঙ্গি পালিয়ে যাওয়া নিছক একটি দুর্ঘটনা। পৃথিবীর বিভিন্ন দেশে এমনটি হয়ে থাকে। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার কোনো কারণ নেই।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করতে দেশের গণমাধ্যম বিদেশি রাষ্ট্রদূতদের বাধ্য করে। কিছু রাষ্ট্রদূত আমাকে বলেছেন যে, ‘আমরা এসব বিষয়ে কোনো আলোচনাই করতে চাই না। কিন্তু আপনাদের সংবাদমাধ্যম জোর করে আমাদের অপিনিয়ন (মতামত) নেয়।’ এই কালচারটা পরিবর্তন করা দরকার।

সিলেটে বিএনপির সমাবেশ সম্পর্কে তিনি বলেন, তারা আশা করেছিল লক্ষাধিক মানুষ হবে। কিন্তু তারা খুব মনঃকষ্টে আছে। মানুষজন এতো আসেনি। তারা আশাহত হয়েছে।

এর আগে বেলুন উড়িয়ে জেলা সাহিত্য মেলার উদ্বোধন করেন ড. আব্দুল মোমেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আমাদের দেশে যারা সাহিত্য চর্চা করেছেন; তারা চিরঞ্জীব হয়ে আছেন। সাহিত্য চর্চার জন্য মনের তাগিদের প্রয়োজন। সেই তাগিদ আমাদের মধ্যে গড়ে তুলতে হবে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->