গোপালগঞ্জের মুকসুদপুরে পাল শাসন আমলের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। ৩২ কেজি ওজনের বিষ্ণুমূর্তিটি প্রায় ৭শ বছরের পুরাতন বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার শাশুনিয়া গ্রামে অভিযান চালিয়ে বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়। রাতে গ্রেফতারকৃতদের মুকসুদপুর থানায় হস্তান্তর করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলো, মুকসুদপুর উপজেলার শাশুনিয়া গ্রামের ইয়াকুব মোল্লার ছেলে আবুল খায়ের মোল্লা (৫৭), একই গ্রামের আমীর আলী মুন্সীর ছেলে টুকু মুন্সি(৩৫) ও পাবনা জেলার আমিনপুর উপজেলার নারায়ণপুর গ্রামের খোরশেদ মোল্লার ছেলে রমজান মোল্লা (২৮)।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৮ ফরিদপুরের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মো. শহিদুল ইসলাম। এ ঘটনায় মুকসুদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুনঃ