• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:২৩:১০ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

০৫:১৫ পিএম, ১৭ জুলাই ২০২৩


ক্যাটাগরি

বাংলাদেশ
সারাদেশ
জেলার খবর

কাশিয়ানীতে দু’পক্ষের সংঘর্ষে আব্দুল মান্নান শেখ নামে এক ব্যক্তি নিহত


সোমবার ১৭ই জুলাই ২০২৩ বিকাল ০৫:১৫



কাশিয়ানীতে দু’পক্ষের সংঘর্ষে আব্দুল মান্নান শেখ নামে এক ব্যক্তি নিহত

পূর্বশত্রুতার জের ধরে গোপালগঞ্জের কাশিয়ানীতে দু’পক্ষের সংঘর্ষে আব্দুল মান্নান শেখ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় প্রায় ২৫টি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার খায়েরহাট উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান শেখ ওই গ্রামের গ্রামের মৃত নেছার উদ্দীনের ছেলে। জানা গেছে, এলাকায় আধিপত্য নিয়ে ওই এলাকার আব্দুল মান্নান শেখ ও হেমায়েত শেখের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সোমবার ভোরে দু’পক্ষের লোকজন ঢাল, সড়কি, রামদা ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে আব্দুল মান্নান শেখসহ উভয়পক্ষের ৫ জন আহত হন। গুরুতর আহত আব্দুল মান্নান শেখকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হেমায়েত শেখ নামে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->