মিশুক হাওলাদার, চ্যানেল এস:
একদিন বাদেই পবিত্র ঈদুল আযহা। ঈদকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীর গাবতলী পশুর হাট।
ঢাকার দুই সিটি করপোরেশনে সবমিলিয়ে এবার ২০টি পশুর হাট বসেছে। এর মধ্যে সবচেয়ে বড় গাবতলি পশুর হাট। কোরবানির ঈদ উপলক্ষে এবছর বাজারে এসেছে দেশি- বিদেশি নানান জাতের গরু। রয়েছে মহিষ ,ছাগল, উট, দুম্বাসহ নানান জাতের , নানান আকৃতির কোরবানি উপযোগী পশু।
সরেজমিনে গিয়ে দেখা যায় কেউ আসছে পছন্দের গরুটি কিনতে। আবার কেউবা এসেছেন খামারে লালনপালন করা পশু বিক্রি করতে । দরদাম করে গরু মহিষসহ কোরবানীর পশু বেচাকেনা করছেন ক্রেতা-বিক্রেতারা। তবে, জমজমাট বাজার হলেও বেচাবিক্রি আশানুরুপ নয় বলে জানাচ্ছেন বিক্রেতারা।
এদিকে, ক্রেতাদের অভিযোগ, অধিক লাভের আশায় পশুর দাম বাড়িয়ে দিয়েছেন খামারি কিংবা বিক্রেতারা। আবার সাধ্যের মধ্যে কোরবানীর গরু কিনতে পেরে উচ্ছ্বসিত কেউ কেউ।
মন্তব্য করুনঃ