• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:২০:০৮ (03-May-2024)
  • - ৩৩° সে:

ভারত–চীন সীমান্তে সমস্যার সমাধান চান মোদী


বৃহঃস্পতিবার ১১ই এপ্রিল ২০২৪ সকাল ১১:৪৫



ভারত–চীন সীমান্তে সমস্যার সমাধান চান মোদী

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

চীনের সঙ্গে সীমান্তের সব সমস্যার দ্রুত সমাধান করতে চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকার সংবাদমাধ্যম নিউজউইকে দেওয়া এক সাক্ষাৎকারে চীনের সঙ্গে সীমান্ত সমস্যা সমাধান বিষয়ে কথা বলেন তিনি।  

সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘দুই দেশের মধ্যে সুসম্পর্ক থাকা অত্যন্ত গুরুত্বপুর্ণ ও তাৎপর্যপূর্ণ। ভারত চীন সীমান্তে স্থিতিশীলতা শুধু ভারত নয়, পুরো বিশ্বের জন্য সুফল বয়ে আনবে। তাই আমি বিশ্বাস করি, দুই দেশের মধ্যে সকল দ্বন্দ্ব পেছনে রেখে সম্পর্ক উন্নয়ন ও দীর্ঘস্থায়ী করতে সব সমস্যা দ্রুত সমাধান করা উচিত।’  

দুই দেশের ইতিবাচক সম্পর্ক প্রত্যাশা করে মোদী বলেন, ‘দুই প্রতিবেশী দেশ ইতিবাচক সম্পৃক্ততার মাধ্যমে সীমান্তে শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হবে। ভারত ও চীনের মধ্যে স্থিতিশীল ও শান্তিপূর্ণ সম্পর্ক শুধু আমাদের দুই দেশের জন্য নয়, সমগ্র অঞ্চল ও বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। আমি আশা করি এবং বিশ্বাস করি যে কূটনৈতিক ও সামরিক স্তরে ইতিবাচক ও গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পৃক্ততার মাধ্যমে আমরা সম্পর্ক পুনরুদ্ধার করতে এবং টিকিয়ে রাখতে সক্ষম হব।’ 

২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় দুই দেশের সৈন্যদের মধ্যে সংঘর্ষে ২০ জনের মত ভারতীয় সৈন্য নিহত হন। তখন থেকে চীন ও ভারতের মধ্যকার সম্পর্কে তীব্র অবনতি ঘটে। এরপর দুই দেশের উচ্চ কূটনৈতিক ও সামরিক পর্যায়ে আলোচনা হলেও সম্পর্কের উন্নতি হয়নি।  

এ ছাড়া ২০১৯ সালে ভারত পাকিস্তান সীমান্তে ৪০ ভারতীয় সেনা নিহত হন। এসব বিষয়েও কথা বলেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। 

সাক্ষাৎকারে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সন্ত্রাস ও সহিংসতামুক্ত পরিবেশের আশা প্রকাশ করেন মোদী। তবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাবন্দি করার বিষয়ে জানতে চাইলে তিনি প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। 

সাক্ষাৎকারে রামমন্দির, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক, কাশ্মীরের ৩৭০ অনুচ্ছেদ বিলোপ নিয়ে কথা বলেন মোদী। 

মন্তব্য করুনঃ