• ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ দুপুর ০২:৪৮:২৭ (15-Jan-2025)
  • - ৩৩° সে:

মানুষের কল্যাণে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছে সরকার: পলক


সোমবার ২রা জানুয়ারী ২০২৩ বিকাল ০৫:১৯



মানুষের কল্যাণে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছে সরকার: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক

আবু সায়েদ, সিংড়া(নাটোর)প্রতিনিধি :

দেশের সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক । অপরদিকে বিএনপি লুটেরা শ্রেণিকে প্রাধান্য দিয়ে জনগণের মৌলিক অধিকার হরণকরেছিল বলে মন্তব্য করেন তিনি।

রোববার (১ জানুয়ারী) নাটোরের সিংড়ায় সমতল ভূমিতে বসবাসরত আদিবাসী ২০০ পরিবারের মধ্যে এক জোড়া করে ভেড়া বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক নজরুল ইসলাম ঝন্টু, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান এবং পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস সহ অনেকে উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->