• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:২১:৫৬ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

কিশোর গ্যাংয়ের ৫০ সদস্য গ্রেফতার


বুধবার ২১শে ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:৪৫



কিশোর গ্যাংয়ের ৫০ সদস্য গ্রেফতার

ছবি: সংগ্রহীত

চ্যানেল এস ডেস্ক: 

রাজধানীর যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জে অভিযান চালিয়ে বেশ কয়েকটি কিশোর গ্যাং গ্রুপের ৫০ জন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

র‍্যাব-১০ এর অধিনায়ক জানান, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মারামারি ও হত্যা চেষ্টাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেশ কয়েকটি কিশোর গ্যাং গ্রুপের ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৭টি চাকু, ৫টি বড় ছোড়া, ১টি সুইচ গিয়ার চাকু, ১টি ছুরি, ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল ও ১টি ইলেক্ট্রিক শক দেয়ার মেশিন উদ্ধার করা হয়েছে। 

তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাং কালচার সারাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে। আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, নাশকতা ও হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে কিশোররা। সময়ের সাথে সাথে তাদের অপরাধের ধরণও পাল্টে যাচ্ছে। পাড়া-মহল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা দিন দিন অপ্রতিরোধ্য হয়ে উঠছে। এ সময় কিশোর গ্যাং নির্মূলে সংস্থাটির অভিযান ও গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকবে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

প্রসঙ্গত, গ্রেফতারকৃতদের মধ্যে ১৫ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক, অস্ত্র, ধর্ষণ ও হত্যা চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় র‍্যাব। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->