রাজশাহীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর মতিহার থানার খড়খড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আরোহীর নাম কামরুজ্জামান রুবেল। তিনি নগরীর কাটাখালী থানার মাসকাটা দিঘী এলাকার বাসিন্দা।
মতিহার থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে রুবেল কাটাখালী এলাকা থেকে রাজশাহী সাহেব বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে খড়খড়ি এলাকার কাঁটা দীঘি মোড়ে পৌঁছালে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বর্তমানে রুবেলের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন বলেন, এ বিষয়ে নিহতের পরিবার থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া রুবেলের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানায় পুলিশ।
মন্তব্য করুনঃ