• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা কার্তিক ১৪৩১ সকাল ১১:৪৯:৪৭ (18-Oct-2024)
  • - ৩৩° সে:

আইনশৃঙ্খলা ভঙ্গ করলে বরদাশত করা হবে না: ডিএমপি কমিশনার


শুক্রবার ১২ই জুলাই ২০২৪ রাত ০৮:২৯



আইনশৃঙ্খলা ভঙ্গ করলে বরদাশত করা হবে না: ডিএমপি কমিশনার

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

কোটা সংস্কারের দাবিত আন্দোলনরেত শিক্ষার্থীদের আদালতের আদেশ মেনে চলার আহ্বান জানিয়েছেন, ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান। একইসঙ্গে আইনশৃঙ্খলা ভঙ্গ হলে তা বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ক্যাব চত্বরে আয়োজিত ‘ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৪ ও ফল উৎসবে’ ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। 

ডিএমপি কমিশনার বলেন, ‘সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে হাইকোর্টের রায়ের ওপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন আপিল বিভাগ। সরকারি চাকরিতে কোটা পদ্ধতির বিষয়টি আদালতের। আদালতের প্রতি সবার আস্থা রাখা ও শ্রদ্ধা-সম্মান থাকা উচিত। আদালতের আদেশ মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে বলেও উল্লেখ করেন ডিএমপি কমিশনার। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->