• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:৩৯:১৫ (02-May-2024)
  • - ৩৩° সে:

ডিএসসিসির সঙ্গে কেএমএসএসের কনসাল্টেশন মিটিং অনুষ্ঠিত


মঙ্গলবার ১২ই মার্চ ২০২৪ দুপুর ০২:০২



ডিএসসিসির সঙ্গে কেএমএসএসের কনসাল্টেশন মিটিং অনুষ্ঠিত

ছবি: সংগ্রহীত

চ্যানেল এস ডেস্ক: 

স্টপ টিবি পার্টনারশিপের আর্থিক সহায়তায় চ্যালেঞ্জ ফেসিলিটি ফর সিভিল সোসাইটি (সিএফসিএস) আর ১২- এর আওতায় গত ৩ মার্চ এ মিটিং অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

সভায় সিএফসিএস আর- ১২ প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর নরেশ চন্দ্র দাস কেএমএসএস ও সিএফসিএস আর ১২- এর কার্যক্রম উপস্থাপন করেন। কেএমএসএসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন টিবি কন্ট্রোল প্রোগ্রামের প্রজেক্ট ম্যানেজার ডা. সোনিয়া ইসলাম খান এবং অন্যান্য কর্মকর্তারা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিশাত পারভিন, ডিভিশোনাল টিবি এক্সপার্ট (দক্ষিণ) ডা. আহম্মেদ পারভেজ জাবিন এবং ডিভিশোনাল টিবি এক্সপার্ট (উত্তর) ডা. ফারজানা জামান। 

আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর জেনারেল হাসপাতালের ডিরেক্টর ডা. আম্মাতে নূর ওয়াহিদা, নাজিরা বাজার মাতৃসদনের ডেপুটি ডিরেক্টর ডা. সাথী খানম। এ ছাড়াও ডিএসসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ