• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:০৪:৫১ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

নরসিংদীতে যাত্রীবাহী বাস-মিনিবাস সংঘর্ষে নিহত ১, আহত ২৫


শুক্রবার ২১শে এপ্রিল ২০২৩ দুপুর ০২:৫৮



নরসিংদীতে যাত্রীবাহী বাস-মিনিবাস সংঘর্ষে নিহত ১, আহত ২৫

সংগৃহীত

মফস্বল ডেস্ক :

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার কারারচরে যাত্রীবাহী বাস-মিনিবাস ও পিকাপভ্যানের ত্রিমুখী সংর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় বাস-মিনিবাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হয়। 

শুক্রবার (২১ এপ্রিল) সকালে মহাসড়কের কারারচরে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে কিশোরগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাস কারারচর মিল গেইট এলাকায় পৌঁছলে নরসিংদী থেকে ইটাখোলাগামী হাইওয়ে মিনিবাস ও একটি পিকাপভ্যানের সাথে মুখোমুখী সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই মনির হোসেন নামে এক যাত্রীর মৃত্যু হয়। এতে উভয় যানবাহনের অন্তত ২৫ জন আহত হয়। এদের মধ্যে বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ ও জাতীয় পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।

নরসিংদীর ট্রাফিক পরিদর্শক শাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে সড়কের পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ। এ ঘটনায় একজন নিহতসহ বেশ কয়েকজন আহত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরগঞ্জ থেকে আসা দ্রুতগামী বাসটি ছোট মিনিবাসটির সাথে সংঘর্ষে জড়ায়।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->