ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক:
বেশ কয়েক বছর ধরে চোখের সমস্যায় ভুগছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সম্প্রতি চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে গেছেন তিনি। সেখানেই গতকাল (৩১ মার্চ) তার ডান চোখে অস্ত্রোপচার করা হয়।
সফল অস্ত্রোপচারের পর বর্তমানে সুস্থ আছেন অভিনেতা। বিষয়টি নিশ্চিত করেছেন ডিপজল নিজেই। ফেসবুক লাইভের ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, চোখের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। সবার দোয়া চাই।’
এর আগে ডিপজল বলেছিলেন, ‘ডান চোখে একটু ঝাপসা দেখা দেওয়ার কারণে সিঙ্গাপুর এসেছি। তাছাড়া এবার শারীরিক অন্যান্য চেকআপও করাব। সবশেষে ৪ এপ্রিল দেশে ফিরব বলে আশা করছি। আমার ভক্ত ও দর্শকদের কাছে দোয়া চাচ্ছি, যেন সুস্থভাবে ফিরতে পারি।’
উল্লেখ্য, আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার সম্ভবনা রয়েছে ডিপজল অভিনীত ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমাটি। মজার গল্পে এটি নির্মাণ করেছেন বরেণ্য নির্মাতা মনতাজুর রহমান আকবর। এতে ডিপজল ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌ খান, নাহিদ এরফান, শ্যামল, প্রিয়াঙ্কা জামান, রিনা খান প্রমুখ।
মন্তব্য করুনঃ