চ্যানেল এস ডেস্ক:
সকাল থেকে আড়াই ঘণ্টা অবরোধের পর মিরপুরের রাস্তা ছেড়েছে পোশাক শ্রমিকরা। ফলে মিরপুর-১০ নম্বর গোল চত্বরকে ঘিরে থাকা সবগুলো সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে মিরপুর-১৩ ও ১৪ নম্বর এলাকার সড়ক অবরোধ করে শ্রমিকরা। এরপর তারা মিরপুর-১০ নম্বর গোল চত্বরে বেলা ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে।
এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম বলেন, সকাল ৮টার দিকে শ্রমিকরা প্রথমে মিরপুর-১৪ নম্বরে অবস্থান করে। পরে তারা মিরপুর-১০ নম্বর গোল চত্বরের সামনে এসে অবস্থান করে। এরপর তারা ১১টার দিকে শ্রমিকরা যে যার মতো সড়ক থেকে সরে যায়। শ্রমিকরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করেছিল। তারা স্বেচ্ছায় সড়ক থেকে সরে গেছেন। এখন মিরপুরের যান চলাচল স্বাভাবিক।
মন্তব্য করুনঃ