• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই পৌষ ১৪৩১ রাত ১১:১২:১৮ (30-Dec-2024)
  • - ৩৩° সে:

এক বোতল পানির দাম লাখ টাকা!


রবিবার ১৬ই অক্টোবর ২০২২ বিকাল ০৫:২৭



এক বোতল পানির দাম লাখ টাকা!

No Caption

এক লিটার পানি কিনতে আমাদের কত খরচ হয়? খুব বেশি হলে ২০ বা ৩০ টাকা। তবে জানলে অবাক হবেন বিশ্বের এমন পানিও আছে যার এক বোতলের দাম ৩৯ লাখ টাকা। অবিশ্বাস্য মনে হলেও সত্যি এমনও পানি আছে যার এক বোতলের দাম কয়েক হাজার থেকে কয়েক লক্ষ টাকা। 

বিরাট কোহলি যে পানি পান করেন, সেই পানির দাম কত? ক্রীড়াপ্রেমীরা তো বটেই, তার ভক্তরাও তা হয়তো জানেন। কিন্তু রিলায়্যান্স কোম্পানির মালিক মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি যে পানি পান করেন, তার দাম শুনলে অবাকই হবেন। দাবি করা হয়, নীতা নাকি বিশ্বের সবচেয়ে দামি পানি পান করেন। স্বাস্থ্যকে তরতাজা রাখতে যে পানি নীতা পান করেন তার নাম ‘অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আ মদিগ্লিয়ানি’। তার ৭৫০ মিলিলিটার পানির বোতলের দাম প্রায় ৬০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২ লাখ টাকা। বোতলবন্দি ঐ পানি আসে ফ্রান্স এবং ফিজি থেকে। খবর প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা অনলাইন।

দাবি করা হয়, এই পানি স্বর্ণভস্ম মিশ্রিত। ৫ গ্রাম স্বর্ণভস্ম থাকে এতে। যা মানবদেহের পক্ষে খুবই স্বাস্থ্যকর। সে জন্যই এই পানির দাম লাখ লাখ টাকা। আরও কারণ রয়েছে। কেবল পানি নয়, বোতলের জন্যও এই পানির দাম এত বেশি। ২০১০ সালে ‘অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আ মদিগ্লিয়ানি’ গিনেস বুকে বিশ্বের সবচেয়ে দামি পানির বোতল হিসেবে খ্যাতি পেয়েছিল। বোতলের নকশা তৈরি করেছিলেন ফার্নান্দো আলতামিরানো। চামড়ার খাপে থাকে ২৪ ক্যারেট সোনা দিয়ে তৈরি এই বোতল। এই ব্র্যান্ডের সবচেয়ে সস্তা বোতলের দাম ২২ হাজার টাকা।

টেন থাউজ্যান্ড বিসি, কানাডার ব্রিটিশ কলম্বিয়ার হ্যাট মাউন্টেন হিমবাহ থেকে এই পানি সংগ্রহ করা হয়। ৭৫০ মিলিলিটার পানির দাম ৯৭০ টাকা।

ভিন, দাবি করা হয় এটা বিশ্বের সবচেয়ে শুদ্ধ পানীয়। ফিনল্যান্ডের টেঙ্গেলিও গ্রামের কাছে ফিনিশ ল্যাপল্যান্ডে একটি ঝর্না থেকে এই পানি সংগ্রহ করা হয়। ৭৫০ মিলিলিটার পানি দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬০০ টাকা। 

ব্লিং এইচ২ও, আমেরিকার টেনেসির গ্রেট স্মোকি মাউন্টেনের ইংলিশ মাউন্টেন স্প্রিং থেকে এই পানি সংগ্রহ করা হয়। তারপর নয়টি ধাপে বিশুদ্ধকরণ হয় পানির। বোতলের কারুকার্য এবং জলের স্বাদের জন্য বিশ্বের অন্যতম সেরা পানীয় হিসেবে পরিচিতি পেয়েছে এটি। ৭৫০ মিলিলিটার পানির দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮০০ টাকা। 

কোনা নিগারি, এটি তৈরি হয় জাপানে। গভীর সমুদ্র থেকে পানি সংগ্রহের পর বেশ কয়েকটি ধাপে বিশুদ্ধকরণ হয়। এক বোতল পানির দাম ২৮ হাজার টাকা।

ফিলিকো, জাপানের কোবেতে নুনোবিকি নামে ঝর্না থেকে এই পানি সংগ্রহ করা হয়। এই পানির বোতলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফিলিকো ব্ল্যাক কুইন। বোতলের পানির সমপরিমাণ সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম রয়েছে। একটি বোতলের দাম বাংলাদেশি মুদ্রায় ৯০ হাজার টাকা। 

 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->