• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৯:৫৩:৩৬ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক বাজারে কমেছে চিনির দাম


বৃহঃস্পতিবার ৩০শে নভেম্বর ২০২৩ সকাল ১১:৪২



আন্তর্জাতিক বাজারে কমেছে চিনির দাম

ছবি সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

আন্তর্জাতিক বাজারে চিনির দাম কমেছে। বিশ্বের শীর্ষ উৎপাদক ব্রাজিলে উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা জেগেছে। ফলে ভোগ্যপণ্যটির দরপতন ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। 

এতে বলা হয়, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) আগামী মার্চের অপরিশোধিত চিনির মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ১৩ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ। প্রতি পাউন্ডের দাম স্থির হয়েছে ২৬ দশমিক ৮৬ সেন্টে। 

একই কার্যদিবসে আসছে মার্চের সাদা চিনির দাম কমেছে শূন্য দশমিক ৫ শতাংশ বা ৩ ডলার ৫০ সেন্ট। প্রতি মেট্রিক টনের দর নিষ্পত্তি হয়েছে ৭৩৪ ডলার ৭০ সেন্টে। 

ব্রাজিলে চিনি উৎপাদন ২০২৩/২৪ অর্থবছরে বার্ষিক ২৭ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে রেকর্ড ৪৬ দশমিক ৮৮ মিলিয়ন টন হবে বলে আশা করা হচ্ছে। দেশটির সরকারি সংস্থা কোনাব জানায়, অনুকূল আবহাওয়ায় সেখানে খাদ্যপণ্যটির উৎপাদনে এই ঊর্ধ্বমুখিতা তৈরি হতে পারে।

মন্তব্য করুনঃ


-->