• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই পৌষ ১৪৩১ রাত ১১:০২:১০ (30-Dec-2024)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছেন: পলক


শুক্রবার ৩রা ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৩:২৮



প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছেন: পলক

ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আবু সায়েদ, সিংড়া প্রতিনিধি :

সংবিধানে দেশের মানুষের জন্য সংরক্ষিত ৫টি মৌলিক অধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শুক্রবার(৩ ফেব্রুয়ারী) সকালে নাটোরের সিংড়া কোর্ট মাঠে “সিংড়া ডায়াবেটিক সমিতি” উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক ডাঃ একে আজাদ খান।

এসময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ ওহিদুর রহমান,সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস ও সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন সহ বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->