• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৬:৫৭:২৮ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

শিক্ষার্থীদের সুপরামর্শ দেওয়ার আহ্বান প্রধান বিচারপতি


শুক্রবার ১২ই জুলাই ২০২৪ দুপুর ০১:৪৪



ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

সরকারী চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে গেল কয়েকসপ্তাহ দেশব্যপী চলছে আন্দোলন। এরই মধ্যে গত বুধবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে হাইকোর্টের দেয়া রায় চার সপ্তাহের জন্য স্থিতাবস্থা দেয় আপিল বিভাগ। অর্থাৎ আগামী এক মাস সরকারী চাকরির ক্ষেত্রে ২০১৮ সালের পরিপত্র বহাল থাকছে।

আপিল বিভাগের বুধবারের আদেশকে ‘ঝুলন্ত সিদ্ধান্ত’ আখ্যা দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় আন্দোলকারী শিক্ষার্থীরা। বলা হয়, স্থগিত আদেশ নয়, স্থায়ী সমাধান হতে হবে নির্বাহী আদেশের মাধ্যমে। এ অবস্থায় শিক্ষার্থীদের সুপরামর্শ দিতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার এক মামলার শুনানীতে সিনিয়র আইনজীবীদের উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।

স্থিতাবস্তা পাওয়ার পরেও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে গেলে জনগণন উল্টোভাবে নিতে পারে বলে উল্লেখ করেছেন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানিতে পক্ষভূক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর পক্ষের আইনজীবী শাহ মঞ্জুরুল হক। তৃতীয় কোন পক্ষ এর পেছনে আছে কিনা সে প্রশ্ন রাখেন। ।

আইনজীবী মঞ্জুরুল হক বলেন, শিক্ষার্থীরা কি বুঝে নির্বাহী আদেশ চাচ্ছে তা বোধগম্য নয়। 

২০১৮ সালে কোটাপদ্ধতি বাতিল করার আগে সরকারী চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা, ১০ শতাংশ নারী, ১০ শতাংশ জেলা, ৫ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং ১ শতাংশ ছিলো প্রতিবন্ধী কোটা ।

মন্তব্য করুনঃ


-->