• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই পৌষ ১৪৩১ রাত ০২:৪৭:৪২ (27-Dec-2024)
  • - ৩৩° সে:

শাহজাদপুরে শীতের তীব্রতা ঠেকাতে ফুটপাতের দোকানে ক্রেতাদের ভীড়


শনিবার ৭ই জানুয়ারী ২০২৩ বিকাল ০৩:৩০



শাহজাদপুরে শীতের তীব্রতা ঠেকাতে ফুটপাতের দোকানে ক্রেতাদের ভীড়

ফুটপাতের দোকান

মাহবুবুল আলম,শাহজাদপুর, প্রতিনিধি : 

গত কয়েক দিন ধরে শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা নদীর তীরে অবস্থিত অধিকাংশ এলাকার মানুষ।

শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেনীর মানুষ কমমূল্যের শীতবস্ত্র কিনতে ভিড় করছে ফুটপাতের বিভিন্ন দোকানে। 

ফলে জমে উঠেছে উপজেলার পৌর শহরের মনিরামপুর নতুন মাটি বাজার। ধুম পড়েছে শীত নিবারণের জন্য কম্বল, কাপড়,জুতা ও মুজা সহ বিভিন্ন গরম কাপড় বিক্রি।

কমমূল্যে গরম কাপড় কিনতে পেরে খুশি ক্রেতারা, আবার বিক্রি ভালো থাকায় খুশি দোকানীরাও।

গত কয়েকদিন টানা শৈত্যপ্রবাহের কারণে ভালো বিক্রি হচ্ছে বলে জানান শীতবস্ত্র বিক্রেতারা।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->