• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫২:৪৯ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

০৮:৫৩ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২২


ক্যাটাগরি

বাংলাদেশ
সারাদেশ
বাংলাদেশ

জয়পুরহাটে পোল্ট্রী খামারীরা ক্ষতির মুখে


সোমবার ১৯শে সেপ্টেম্বর ২০২২ সকাল ০৮:৫৩



জয়পুরহাটে পোল্ট্রী খামারীরা ক্ষতির মুখে

ফাইল ছবি

জয়পুরহাটে পোল্ট্রী বাজারে অস্থিরতায় ক্ষতির মুখে খামারীরা। গেল সপ্তাহে মুরগী ও ডিমের দাম বাড়লেও লোকসানে তারা। খামারীদের অভিযোগ, পোল্ট্রী বাজার নিয়ন্ত্রেণে না থাকায় পরিবহন খরচসহ মুরগীর খাদ্য ও ওষুধের দ্বিগুন মূল্যবৃদ্ধিতে বিপাকে তারা।

পোল্ট্রি খাদ্য ও ওষুধের দাম বাড়ায় বিপাকে জয়পুরহাটের খামারিরা। দফায় দফায় ফিডের দাম বাড়লেও বাড়েনি মুরগি ও ডিমের দাম। তাই লাভ তো দূরের কথা উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন খামারিরা।  

খামারিরা বলছেন, জ্বালানী তেলের দাম বাড়ায় বেড়েছে পরিহন খরচ। খাদ্য ও ঔষধের দাম বাড়ায় বাড়ার পাশাপাশি বিভিন্ন রোগে মুরগীর মৃত্যু কারণে উৎপাদন খরচ বেড়েছে কয়েকগুন। এতে লোকসানে পড়ে কেউ কেউ বাধ্য হয়ে বন্ধ করে দিয়েছেন খামার।

পোল্ট্রী বাজারে অস্তিরতা স্বীকার করে এ শিল্পের দূর্যোগ অচিরেই কাটবে বলে আশা জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান।

খাদ্য ও ওষুধের মূল্য কমানোর পাশাপাশি বাজার মনিটরিংয়ে দাবি খামারিদের। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->