• ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ সকাল ১০:৩১:৩৫ (15-Jan-2025)
  • - ৩৩° সে:

নাটোরে আখক্ষেত থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার


মঙ্গলবার ৬ই ডিসেম্বর ২০২২ সন্ধ্যা ০৬:৩৭



নাটোরে আখক্ষেত থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

 নিখোঁজের ১৪ দিন পর নাটোরের নলডাঙ্গায় রেজাউল করিম (৩০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার মির্জাপুরদিঘা গ্রামের একটি আখক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রেজাউল নলডাঙ্গার নশরতপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সাইকেল মেকানিক হিসেবে কাজ করতেন রেজাউল। প্রতিদিনের মতো ২২ নভেম্বর সকালে নিজের দোকানের উদ্দেশে তিনি বের হন। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুজি করেন। ওই সময় তার ব্যবহৃত মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যায়। পরে বিষয়টি পুলিশকে জানিয়ে পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। নিখোঁজের দুই সপ্তাহ পর মঙ্গলবার সকালে মির্জাপুরদিঘা গ্রামের একটি আখক্ষেতে রেজাউলের অর্ধগলিত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পরিবারের সদস্যদের খবর দেয়া হলে তারা গিয়ে লাশটি শনাক্ত করে।

এ বিষয়ে নলডাঙ্গা থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানানা তিনি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->