• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১০:০০:৪৩ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

রাজশাহীতে ওয়ার্কশপে ভয়াবহ অগ্নিকাণ্ড


শুক্রবার ২৫শে নভেম্বর ২০২২ দুপুর ০১:৫১



রাজশাহীতে ওয়ার্কশপে ভয়াবহ অগ্নিকাণ্ড

ছবি : সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক :

রাজশাহীর কুমারপাড়া এলাকায় একটি গাড়ির ওয়ার্কশপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ৪টার দিকে কার-কেয়ার সেন্টারে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১২ ইউনিটের দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অগ্নিকাণ্ডের সূত্রপাতের পর ওয়ার্কশপটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরে পাশের ১২ তলা ভবনের দুই তলা পর্যন্ত আগুন ধরে যায়। খবর দিলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। আগুনের ভয়াবহতা বেশি দেখে আরও কয়েকটি ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়। মোট ১২ ইউনিট একসাথে কাজ করে দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সময় ওয়ার্কশপে থাকা দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় বলেও জানায় স্থানীয়রা।

রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, আগুন লাগার পরপরই খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করি। ১২ ইউনিট ২ ঘণ্টা একযোগে কাজ করার পর আগুন নেভাতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে, শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

তিনি আরও বলেন, ১২ তলা ভবনে ৫০টি পরিবারের প্রায় ২ শতাধিক মানুষ বসবাস করেন। এদের সবাইকে নিচে নামাতে সক্ষম হলেও তিন শিশু ও তিন বৃদ্ধসহ মোট ১০ জন ভবনের ছাদে আশ্রয় নেয়। তাদেরকেও উদ্ধার করা হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->