• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১০:৪৯:৪৮ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

সিরাজগঞ্জে বিএনপির ২৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


বুধবার ৩০শে নভেম্বর ২০২২ বিকাল ০৫:৩১



সিরাজগঞ্জে বিএনপির ২৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের এনায়েতপুর ও বেলকুচিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের অভিযোগ এনে বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২০৫ জনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) সকালে খুকনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন বেপারী বাদী হয়ে এনায়েতপুর থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। এছাড়া, রোববার (২৮ নভেম্বর) রাতে বেলকুচি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ আহম্মেদ উৎস বাদী হয়ে বেলকুচি থানায় পৃথক একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান জানান, লিখিত অভিযোগে ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজমিলুর রহমান জানান, মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->