• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১০:১৩:২৯ (21-May-2024)
  • - ৩৩° সে:

যেভাবে এলো মে দিবস


বুধবার ১লা মে ২০২৪ সকাল ১১:৫৪



যেভাবে এলো মে দিবস

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

আজ পহেলা মে, মহান মে দিবস। শোষকের রক্তচক্ষু উপেক্ষা করে বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন। 

বিশ্বের শ্রমজীবী মেহনতি মানুষের ঐক্য, সংহতি, সংগ্রাম ও বিজয়ের মধ্য দিয়ে রচিত মহান মে দিবস। মুনাফালোভী গোষ্ঠীর অমানবিক নিপীড়নের শিকার শ্রমজীবী মানুষের সবোর্চ্চ ত্যাগ, শোষণ, বঞ্চনা, বৈষম্য ও জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ শ্রমিকের ঐতিহাসিক বিজযয়ের দিন। যা যুগের পর যুগ সারা বিশ্বের শ্রমজীবী মানুষকে যুগিয়ে চলেছে আন্দোলন—সংগ্রামে প্রেরণা। প্রতিবছর পহেলা মে বিশ্বব্যাপি পালিত হয়ে আসছে আন্তর্জাতিক শ্রম দিবস বা শ্রমিক দিবস হিসেবে। শ্রমিক-মালিক গড়বো দেশ; স্মার্ট হবে বাংলাদেশ’- এই স্লোগানে এ বছর বাংলাদেশেও পালিত হচ্ছে মহান মে দিবস। 

মে দিবসের আন্দোলনের শুরু মার্কিন যুক্তরাষ্ট্রে। গোড়ার দিকে যদিও আন্দোলন শুরু হয় মজুরি বাড়ানোর দাবিতে। পরে শ্রমিকদের দাবির মুখে ১৮৮৬ সালের পহেলা মে ‘মার্কিন শ্রমিক ফেডারেশ’ দৈনিক আট ঘন্টা কাজের প্রস্তাবটি গ্রহণ করে। এদিন অধিকার আদায়ে শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা পথে নেমেছিলেন। কারণ সেসময় দিনে ১৫-১৬ ঘণ্টা কাজ করতে হতো এক একজন শ্রমিককে। কিন্তু বিনিময়ে পারিশ্রমিক ছিল খুবই অল্প। 

৩ মে শিকাগোর ফসল কাটার কারখানা ‘ম্যাককর্মিকে’ ধর্মঘটে অংশ নেয়া শ্রমিকদের সমাবেশে গুলি চালায় পুলিশ। নিহত হন চার শ্রমিক। এর প্রতিবাদে পরদিন হে মার্কেটে সমাবেশ করে শ্রমিকরা। সমাবেশস্থলে হঠাৎ বোমা হামলায় নিহত হন এক পুলিশ  কর্মকর্তা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলিবর্ষণ শুরু করে পুলিশ। প্রাণ হারান অন্তত১০-১২ জন শ্রমিক, আহত হন অনেকে। এরপর প্রহসনের বিচারে ফাঁসির মঞ্চে নির্বিচারে হত্যা করা হয় সংগ্রামী শ্রমিক নেতাদের। জন্ম হয় এক মহান বিপ্লবের। 

১৮৮৯ সালে ফরাসি বিপ্লবের শতবার্ষিকীতে প্যারিসে অনুষ্ঠিত প্রথম কংগ্রেসে পহেলা মে দিবসটিকে শ্রমিক দিবস হিসেবে পালনের প্রস্তাব করা হয়। ১৮৯১ সালে অনুষ্ঠিত দ্বিতীয় কংগ্রেসে প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। এরপর থেকে প্রতি বছর সারা বিশ্বে পালিত হয়ে আসছে মহান মে দিবস। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ