• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ সন্ধ্যা ০৬:৫২:৫১ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদুকের অভিযান, গ্রেপ্তার-১


মঙ্গলবার ২১শে মে ২০২৪ বিকাল ০৩:১০



রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদুকের অভিযান, গ্রেপ্তার-১

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।

সোমবার দুদক ও জেলা প্রশাসন একযোগে এই অভিযান চালায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার হওয়া ব্যাক্তিকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।

দুদক রংপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক শাওন মিয়া জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবার মান, পরিষ্কার-পরিছন্নতা, দালালদের দৌরাত্ব ও রোগীদের ভোগান্তি চরমে, এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়া যায়। হাসপাতালে সেবার মান অক্ষুন্ন রাখতে এবং রোগীদের দুর্ভোগ কমাতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->