• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩১ রাত ০৩:৪৪:২০ (02-May-2024)
  • - ৩৩° সে:

‘জয়ল্যান্ড’ সিনেমার ওপর দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার পাকিস্তানের


বৃহঃস্পতিবার ১৭ই নভেম্বর ২০২২ সন্ধ্যা ০৭:০৪



‘জয়ল্যান্ড’ সিনেমার ওপর দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার পাকিস্তানের

ছবি সংগৃহীত

‘জয়ল্যান্ড’ সিনেমা থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পাকিস্তান। সেন্সর বোর্ডে রিভিউয়ের পর সামান্য কিছু কাঁটাছেঁড়া করে দেশের সব জায়গাতেই মুক্তির অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানি সাংবাদিক রাফায় মাহমুদ। খবর হিন্দুস্তান টাইমসের।

বুধবার (১৬ নভেম্বর) রাফায় মাহমুদ এক টুইট বার্তায় এ তথ্য জানান। তিনি বলেন, সেন্সর বোর্ডের ফুল বোর্ড রিভিউয়ের পর পাকিস্তানের সব জায়গাতেই জয়ল্যান্ড মুক্তির অনুমতি মিলেছে। শুধু কিছু ছোট কাঁটাছেঁড়া হবে। ছবিটি মুক্তির বিষয়ে তিনি জানান, আগের পরিকল্পনা মতো ১৮ নভেম্বরই মুক্তির চেষ্টা চালাচ্ছে পরিবেশকরা। আপাতত এনওসি সার্টিফিকেটের জন্য অপেক্ষা।

সাইম সাদিক পরিচালিত ‘জয়ল্যান্ড’ অস্কারের জন্য মনোনীত হলেও নিজ দেশেই নিষিদ্ধ হয় ছবিটি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সিনেমাটিকে ‘আপত্তিজনক’ বলে ঘোষণা দেয়। তবে নিষিদ্ধ ঘোষণার এক দিন যেতে না যেতেই নিষেধাজ্ঞা তুলে নিলো পাকিস্তান।

প্রসঙ্গত, কান চলচ্চিত্র উৎসবে নির্বাচিত প্রথম পাকিস্তানি ছবি ছিল ‘জয়ল্যান্ড’। পাশাপাশি ছবিটি আন সার্টেন রিগার্ড জুরি পুরস্কার এবং কুইয়ার পাল্ম পুরস্কার অর্জন করেছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ