• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:২২:০১ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

নাটোরে র‌্যাবের ভেজাল বিরোধী অভিযান, তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা


সোমবার ২৬শে ডিসেম্বর ২০২২ দুপুর ১২:৩২



নাটোরে র‌্যাবের ভেজাল বিরোধী অভিযান, তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ভেজাল গুড়

মফস্বল ডেস্ক :

নাটোরের লালপুর ও বাগাতিপাড়ায় র‌্যাবের ভেজাল বিরোধী অভিযানে তিন ভেজাল গুড় তৈরীর প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

রোববার(২৫ ডিসেম্বর) রাতে লালপুর এবং বাগাতিপাড়া থানার বালিতিতা ইসলামপুর, মোহরকয়া এবং রহিমানপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের  নেতৃত্বে র‌্যাব সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

এসময় ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর উপস্থিত ছিলেন। অভিযানে ৪ হাজার ৫শ কেজি ভেজাল গুড় ও ৭ হাজার ৬শ লিটার চিনির সিরাপ সহ ভেজাল গুড় তৈরীর বিভিন্ন উপাদান জব্দ করা হয়।

এ ঘটনায় “মেসার্স সাগর” গুড় কারখানার মালিক মোঃ সাগর হোসেনকে ৫০ হাজার, “মেসার্স মহসিন” গুড় কারখানার মালিক মোঃ মহসিনকে ৭০ হাজার ও “মেসার্স সেলিম” গুড় কারখানার মালিক মোঃ সেলিম রেজাকে ৭০ হাজার টাকা সহ তিনজনকে ১ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->