• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:৪৯:৫২ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

উন্নয়ন ধ্বংসকারীদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে: প্রধানমন্ত্রী


বৃহঃস্পতিবার ২৫শে জুলাই ২০২৪ দুপুর ১২:৪২



উন্নয়ন ধ্বংসকারীদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

কোটা আন্দোলন ঘিরে নাশকতাকারীদেরহামলায় ক্ষতিগ্রস্ত রাজধানীর মিরপুর ১০ নম্বর মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে ৯টার দিকে মেট্রোস্টেশন পরিদর্শনে যান তিনি।  

এরপর কিছু সময় সেখানে অবস্থান করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন, যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের রুখে দিতে এগিয়ে আসতে হবে সাধারণ মানুষকে। যারা মেট্রোরেল নষ্ট করে মানুষের চলাচলের পথ রুদ্ধ করেছে, তাদের বিচারের ভারও দেশের জনগণের ওপর তুলে দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, যানজটে নাকাল ঢাকা শহরে স্বস্তি দিয়েছে মেট্রোরেল। আধুনিক প্রযুক্তির এই পরিবহন যেভাবে ধ্বংস করা হয়েছে তা মানা যায় না। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কর্মক্ষেত্র পৌঁছাতে তা সুনিশ্চিত করার আশ্বাসও দেন সরকার প্রধান। 

মন্তব্য করুনঃ


-->