ছবি সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তিনি ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে পৌনে ১১টায় নিজ ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। সেই সঙ্গে সবার কাছে দোয়া চেয়েছেন।
শুধু অভিনয়শিল্পী নন তিনি। পরিচালক, মডেল, উপস্থাপনাতেও বেশ প্রশংসা কুড়িয়েছেন এ অভিনেত্রী। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের পরিচালক সমিতির সদস্যও হয়েছেন।
শিক্ষাজীবনে তিনি সরকারি কর্নেল মালেক মেডিকেল কলেজে এমবিবিএস করেছেন।
ওয়েব সিরিজ হায়দার, ধারাবাহিক নাটক ‘হাউস নম্বর-৯৬’, মহানগর, সাদা প্রাইভেট, অসামপ্ত, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো বেশকিছু নাটক করে অল্প সময়েই মিডিয়ায় আলোচনায় আসার পাশাপাশি দর্শকপ্রিয়তা অর্জন করেন রুকাইয়া জাহান চমক।
মন্তব্য করুনঃ