• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:১৮:৪১ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

মাথাচাড়া দিচ্ছে নিত্যনতুন সাইবার অপরাধ: সিক্যাফের গবেষণা


শনিবার ২৯শে জুন ২০২৪ বিকাল ০৪:৫২



ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

দেশে দ্বিগুণ হারে বাড়ছে সাইবার অপরাধের নতুন মাত্রা। ব্যক্তিগত ক্ষতির পাশাপাশি আর্থিক ক্ষতি এবং প্রলোভনে প্রকট হয়ে উঠছে সাইবার অপরাধ। 

সিক্যাফের গবেষণা বলছে- দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া একাউন্ট খুলে প্রতারণার সংখ্যা প্রায় ৪৭.৪০ শতাংশ। 

স্বেচ্ছায় দেয়া ব্যক্তিগত তথ্যই সাইবার হুমকির অন্যতম কারণ হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এ ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুকিতে রয়েছে তরুণরা। 

তবে সামাজিক লোকলজ্জার ট্যাবুতে অনেক কিছু থাকছে অন্তরালেই। তাই গণ-সাইবার সাক্ষরতার পাশাপাশি দেশের সাইবার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে প্রশিক্ষণ ও দক্ষতা ‍উন্নয়নের মাধ্যমে নিজস্ব সাইবার সল্যুশন তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন এ খাতের সংশ্লিষ্টরা। 

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের আয়োজনে বাংলাদেশ সাইবার অপরাধ প্রবণতা ২০২৪ এবং স্মার্ট বাংলাদেশ ; উদীয়মান চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। 

মন্তব্য করুনঃ


-->