চ্যানেল এস ডেস্ক :
নাটোরের নলডাঙ্গায় অভিযান চালিয়ে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার(৫ জানুয়ারী) বিকেলে সৌদিয়া সাদিক রবিন নামে এক ভূক্তভোগীর অভিযোগের ভিত্তিতে উপজেলার খাজুরা ইউনিয়নের বীরকুটশা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে র্যাব সদস্যরা এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলো নাটোর সদরের মোঃ রাজন মৃধা, রানী নগর থানার মোঃ রুবেল ও আত্রাই থানার মোঃ দেলোয়ার হোসেন।
এ ঘটনায় ভূক্তভোগী মোঃ সৌদিয়া সাদিক রবিন বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে র্যাব।
মন্তব্য করুনঃ