• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৯:১৬:১৫ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসানো হলো ১৪২৭টি এআই ক্যামেরা


শুক্রবার ১২ই জুলাই ২০২৪ বিকাল ০৫:৫৬



ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসানো হলো ১৪২৭টি এআই ক্যামেরা

ছবি: চ্যানেল এস

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

মহাসড়কে দুর্ঘটনা রোধ ও অপরাধ দমনে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন’ সিসি ক্যামেরা স্থাপনের প্রকল্প হাতে নেয়া হয়। তারই প্রেক্ষিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আড়াইশো কিলোমিটার জুড়ে স্থাপন করা হয় ১৪শ ৭২টি ক্যামেরা । এশিয়ান উন্নয়ন ব্যংকের অর্থায়নে এই প্রকল্পে ব্যায় হয় ১৫২ কোটি ৫৬ লাখ টাকা ।

মহাসড়কের মিরসরাই থেকে চট্টগ্রামের ৬৫ কিলোমিটার অংশে নিয়ন্ত্রণ করবে চট্টগ্রামের বার আউলিয়া থানা। শিগগিরই তারা সিসি ক্যামেরার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন বলে জানিয়েছে। এদিকে এসব ক্যামেরা চালু হলে সুফল পাওয়ার আশা করছেন যাত্রী ও চালকরা।
মহাসড়কে দূর্ঘটনারোধ, নানা অপরাধ দমনে এই অত্যাধুনিক ক্যামেরাগুলো ভূমিকা রাখবে বলে আশা করছে হাইওয়ে পুলিশ।

কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন’ সিসি ক্যামেরা বসানোয় এখন সার্বক্ষণিক নজরদারির আওতায় এসছে দেশের লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এগুলোর প্রধান নিয়ন্ত্রণ কক্ষ মেঘনা টোলপ্লাজা এলাকায়। 

মন্তব্য করুনঃ


-->