• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা কার্তিক ১৪৩১ সকাল ১০:০৬:৩৭ (18-Oct-2024)
  • - ৩৩° সে:

মিয়ানমার বিজিপি ও সেনাবাহিনীর আরও শতাধিক সদস্য পালিয়ে বাংলাদেশে


শুক্রবার ১২ই জুলাই ২০২৪ রাত ০৮:১০



মিয়ানমার বিজিপি ও সেনাবাহিনীর  আরও শতাধিক সদস্য পালিয়ে বাংলাদেশে

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাতের জেরে জীবন বাঁচাতে ফের বাংলাদেশে পালিয়ে এলেন দেশটির সীমান্তরক্ষী বাহিনী - বিজিপি ও সেনাবাহিনীর শতাধিক সদস্য। আজ তাদের নিরস্ত্রীকরণ করে বিজিবি হেফাজতে নেয়া হয়েছে।

গত দুইদিনে কক্সবাজারের টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে তারা বাংলাদেশে ঢোকেন।  এর মধ্যে বুধবার সকালে ২০ জন এবং বৃহস্পতিবার ১১৯ জন মিয়ানমার সেনা ও বর্ডার গার্ড পুলিশ বিজিপি সদস্য আশ্রয় নিয়েছেন।  

বিগত বেশ কিছু দিন ধরে মিয়ানমারের রাখাইনের সীমান্ত শহর মংডু টাউনশিপ দখলে নিতে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি সঙ্গে মিয়ানমারের সামরিক জান্তার মধ্যে তীব্র লড়াই চলছে। মংডু জেলার অধিকাংশ এলাকা ইতোমধ্যেই আরাকান আর্মির দখলে চলে এসেছে। এখন শুধু মংডু টাউনশিপ দখলের লড়াই চলছে।  

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->