কক্সবাজার প্রতিনিধি:
অপরুপ সৌন্দর্য্যে ভরা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। স্বাভাবিক সময়ে পর্যটকে মুখরিত থাকে সমুদ্র বালিয়াড়ি। কোটা সংস্কার আন্দোলেনের জেরে চলমান কারফিউ ও সংঘাতময় পরিস্থিতির কারণে পর্যটনশূন্য হয়ে পড়েছে দেশের প্রধান পর্যটন শহর কক্সবাজার। এতে হোটেল-মোটেলে দেখা দিয়েছে মন্দাভাব।
কক্সবাজার সৈকতে ব্যস্ততা নেই ফটোগ্রাফার, বিচ বাইক-ওয়াটার বাইক চালক ও ঘোড়াওয়ালাদের। খালি পড়ে আছে কিটকটগুলো। শামুক-ঝিনুক, জুয়েলারি, বার্মিজ আচার, শুঁটকিসহ পর্যটন পণ্যের দোকানগুলোতেও নেই বেচাকেনা। পর্যটক শূন্য থাকায় বেকার সময় কাটাচ্ছেন সাগরপাড়ের ক্ষুদ্র ব্যবসায়ী, হকার ও পরিবহন চালকরা।
পর্যটক না থাকায় লোকসান গুনতে হচ্ছে কক্সবাজারের পাঁচ শতাধিক হোটেল মোটেল ব্যবসায়ীদের। ক্ষতির মুখে পড়েছেন কোটি কোটি টাকা।
সট- মোহাম্মদ সেলিম নেওয়াজ, সাধারণ সম্পাদক, হোটেল মোটেল গেষ্ট হাউস মালিক সমিতি, কক্সবাজার।
পে-অফ- চলমান পরিস্থিতি উত্তরণে সরকারের কার্যকর পদক্ষেপ চান পর্যটন ব্যবসায়ীরা। দ্রুত সময়ের মধ্যে আবারও পর্যটকে মুখরিত হবে কক্সবাজার,এমন প্রত্যাশা তাদের।
মন্তব্য করুনঃ