• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১০:০৩:১৯ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

নাটোরের সদর ও নলডাঙ্গা থানায় র‌্যাবের পৃথক অভিযান, আটক-৫


বৃহঃস্পতিবার ৫ই জানুয়ারী ২০২৩ বিকাল ০৩:৩১



নাটোরের সদর ও নলডাঙ্গা থানায় র‌্যাবের পৃথক অভিযান, আটক-৫

র‌্যাবের হাতে আটককৃতরা

চ্যানেল এস ডেস্ক :

নাটোরের সদর ও নলডাঙ্গা থানায় পৃথক তিনটি অভিযানে এক ভূয়া ডাক্তার, তিন অটোরিক্সা চোর ও স্কুল ছাত্রী অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। 

বুধবার(৪ জানুয়ারী) রাতে ও বৃহস্পতিবার(৫ জানুয়ারী) ভোরে উপজেলার চর তেবাড়িয়া, বড়হরিশপুর ও নলডাঙ্গা থানার মির্জাপুর দিয়ার গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে র‌্যাব সদস্যরা এ অভিযান পরিচালনা করে। 

অভিযানে সদর উপজেলার তেবাড়িয়া গ্রাম থেকে ভূয়া ডাক্তার মোঃ আব্দুস সাত্তার ফকির, বড় হরিশপুর থেকে অটোরিক্সা চোর মোঃ আশরাফ আলী, মোঃ আল আমিন ও মোঃ রুহুল আমিনকে গ্রেফতার করা হয়। উভয় ঘটনায় নাটোর সদর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার ভোরে নলডাঙ্গা থানার মির্জাপুর দিয়ার গ্রাম থেকে লালমনিরহাটের কালিগঞ্জ থানায় দায়ের হওয়া স্কুল ছাত্রী অপহরণ মামলার আসামী মোঃ হৃদয় চকিদারকে গ্রেফতার করা হয় এবং উদ্ধার করা হয় অপহৃত স্কুল ছাত্রীকে।

পরে উদ্ধারকৃত স্কুল ছাত্রী ও আটক হৃদয়কে কালিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->