সিরাজগঞ্জের কাজিপুরে মৌসুমি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গম, সরিষা, ভুট্টা, বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কাজিপুর উপজেলা অডিটোরিয়ামে এই সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, কাজিপুর থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত সহ অনেকে।
মন্তব্য করুনঃ