• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ০৯:৪৪:৩৭ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

সিরাজগঞ্জে ছুরিকাঘাতে শ্রমিক খুন


মঙ্গলবার ১৩ই ডিসেম্বর ২০২২ বিকাল ০৫:১৭



সিরাজগঞ্জে ছুরিকাঘাতে শ্রমিক খুন

ছবি : সংগৃহীত

পারভেজ আলী, বেলকুচি(সিরাজগঞ্জ)প্রতিনিধি :

সিরাজগঞ্জের এনায়েতপুরে ছুরিকাঘাতে শহিদুল ইসলাম নামে এক শ্রমিক খুন হয়েছেন। নিহত শহিদুল ইসলাম (৪০)এনায়েতপুর গ্রামের মৃত শমসের আলী প্রামানিকের ছেলে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে বাড়ির পাশের সরকারি জলাশয় থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।  নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

পারিবারিক কলহের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের শ্বশুর নায়েব আলী। ৩ ভাই ২ বোনের মধ্যে সবার ছোট শহিদুল ইসলাম পেশায় মাটি কাটা শ্রমিক। পৈত্রিক সম্পত্তি নিয়ে ভাইদের সাথে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলে আসছিল বলে জানা গেছে।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ মো. আনিসুর রহমান। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->