• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:২২:০৬ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

বঙ্গবন্ধু টানেলে একদিনে টোল আদায় ১২ লাখ


সোমবার ৩০শে অক্টোবর ২০২৩ দুপুর ০২:১৮



বঙ্গবন্ধু টানেলে একদিনে টোল আদায় ১২ লাখ

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে যানবাহন চলাচল শুরু হওয়ার পর গত ২৪ ঘণ্টায় ১২ লাখ ১৩ হাজার ৩০০ টাকার টোল আদায় হয়েছে। ৫ হাজার ৪২৯টি গাড়ি থেকে এ টোল পাওয়া যায়। 

আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব গাড়ি চলাচল করেছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফা। 

তিনি জানান, সোমবার ভোর ৬টা পর্যন্ত প্রথম ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪২৯টি গাড়ি টানেল পার হয়েছে। প্রতি ঘণ্টায় গড়ে প্রায় ২২৬টি গাড়ি চলাচল করেছে। এতে মোট টোল আদায় হয়েছে ১২ লাখ ১৩ হাজার ৩০০ টাকা। এছাড়া দ্বিতীয় দিনে প্রথম দু’ঘণ্টায় সকাল ৮টা পর্যন্ত ১৬০টি গাড়ি থেকে ৩৯ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টানেলে গাড়ির চাপ বাড়ছে। 

শনিবার বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকাল ৬টা থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় টানেল। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->