ঝিনাইদাহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মিশনে অংশ নেওয়া সাতজনকেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সর্বশেষ বুধবার দুজনকে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর-রশীদ।
ডিবি প্রধান জানান, এমপি আজীম হত্যার মিশনে অংশ নেয় সাতজন। তাদের সবাইকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে হত্যাকাণ্ডের উদ্দেশ্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পেছনে কোন মোটিভ কাজ করেছে, তা এখনই বলা যাচ্ছে না। অর্থ, ব্যবসা ও রাজনৈতিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এ হত্যাকাÐে বাংলাদেশ এবং ভারতের পুলিশ এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে।
মন্তব্য করুনঃ