• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১০:৩৬:৫৩ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

কুকুর হ'ত্যার প্রতিবাদে সোচ্চার হয়েছেন ডিওএইচএস-এ বসবাসরত তরুণ তরুণীরা


শনিবার ২৬শে অক্টোবর ২০২৪ রাত ১০:০২



কুকুর হ'ত্যার  প্রতিবাদে সোচ্চার হয়েছেন ডিওএইচএস-এ বসবাসরত তরুণ তরুণীরা

yB2w5kC7q1k

ঢাকা উত্তর প্রতিনিধি : প্রাণীর প্রতি সহিংসতা বন্ধে দেশে প্রচলিত আইন থাকলেও, তা প্রয়োগের খুব একটা নজির নেই। 

দেশে প্রাণী অধিকার নিয়ে কাজ করে—এমন সংস্থা আর অধিকারকর্মীদের সংখ্যাও হাতে গোনা। এটিকেই সুযোগ হিসেবে নিয়ে, পশুপাখির ওপর অকথ্য নিষ্ঠুরতা চালায় অনেক ব্যক্তি। নির্মমভাবে প্রাণী হত্যা করতেও তাঁরা দ্বিধা করেন না। সম্প্রতি ঢাকার বনানী ডিওএইচএসে কাউন্সিলের সম্পূর্ণ টিকাপ্রাপ্ত এবং জীবাণুমুক্ত কুকুরগুলোকে হত্যা, স্থানান্তর বা বন্দী করার ক্রমাগত হুমকির প্রতিবাদে সোচ্চার হয়েছেন ডিওএইচএস-এ বসবাসরত তরুণ তরুণীরা। এ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন তারা।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->