• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৬:৪৬:৪২ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

শেরপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা


বৃহঃস্পতিবার ২৯শে সেপ্টেম্বর ২০২২ সকাল ০৭:৪৪



শেরপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

বগুড়ার শেরপুরে পৌর আওয়ামী লীগ নেতা মুর্তজা কাওসার অভিকে পূর্ব শত্রুতার জেড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার দিন সাড়ে ৬টায় অভি মোটর সাইকেল মেরামতের জন্য উপজেলা পরিষদের নয়াপাড়া এলাকায় একটি সার্ভিসিং সেন্টারে গেলে দূর্বৃত্তদের একটি দল তার উপর দেশীয় ধারালো অস্ত্র দ্বারা হামলা চালায়। তাকে এলোপাথারী কুপিয়ে দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

নিহত অভি শেরপুর পৌর এলাকার খন্দকার পাড়ার আওয়ামীলীগের দুঃসময়ের নেতা মৃত হোসাইন কাওসার ফুয়াদের ছেলে। তিনি পৌর আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা যায় ।

এ দিকে অভিকে কারা মেরেছে মৃত্যুর পূর্ব মুহুর্তে তার সহযোগীকে বলে যায়। এবিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করেন এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->