• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ রাত ০৮:০২:১৩ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

কৌশানীকে বিয়ের সময় জানালেন বনি


বৃহঃস্পতিবার ৭ই মার্চ ২০২৪ দুপুর ১২:৪৭



কৌশানীকে বিয়ের সময় জানালেন বনি

ছবি: সংগ্রহীত

বিনোদন ডেস্ক: 

টালিউডের জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। প্রথম ছবি থেকেই তাদের মন দেয়া-নেয়া শুরু। এবার জীবনের বাকি অধ্যায় সম্পন্ন করবেন কাগজে-কলমে। গুঞ্জন উঠেছিল তারা শিগগির বিয়ের পিঁড়িতে বসবেন। কিন্তু তারা একটু সময় নেবেন বোঝা গেছে বনি সেনগুপ্তের কথায়। 

তবে খুব বেশি সময় নেবেন না তারকা দম্পতি। চলতি বছরের নভেম্বর মাসেই কিছু একটা সুখবর দেবেন তারা। 

 ভারতীয় সংবাদ মাধ্যমে অভিনেতা বলেন, এখনই এমন কিছু হচ্ছে না। সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন তারা। তবে প্রস্তুতিও চলছে মনে মনে। তারা ভেবে রেখেছেন বিয়ের অগ্রীম পরিকল্পনা। সময় হলেই প্রকাশ করবেন তারা। 

 তবে বনি বলেন, ‌‘২০২৫ সালের আগে কোনোভাবেই নয়। আর সেই আয়োজন অবশ্যই গ্র্যান্ড হবে। উৎসব বলা যেতে পারে।’ এ-ও জানালেন, মেহেদি-গানের আয়োজন সমস্ত কিছুতে একেবারে ফিল্মি স্টাইলেই বিয়ে সারতে চান তিনি। 

ক্যামেরায় জীবনের জুটি হয়েই যেন প্রথম দেখা দেন তারা। দর্শকরাও তাদের সমীকরণকে দারুণভাবে উপভোগ করেন। ভীষণ পছন্দের এই তারকা দম্পতির প্রথম সিনেমা ২০১৫ সালে মুক্তি পায়। তারা রাজ চক্রবর্তী পরিচালিত ‘পারব না আমি ছাড়তে তোকে’ দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->