• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই পৌষ ১৪৩১ রাত ০৮:২২:১৮ (26-Dec-2024)
  • - ৩৩° সে:

আজকের রাশিফলঃ কেমন যাবে আজকের দিন (২১ অক্টোবর ২০২৩)

চ্যানেল এস ডেস্ক: আজকের রাশিফল শনিবার ২১ অক্টোবর চন্দ্র আজ ধনু রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করবে। এর পাশাপাশি সূর্য ও বুধের যুতির ফলে বুধাদিত্য যোগ তৈরি হবে। চতুর্গ্রহী যোগের প্রভাব থাকবে। আবার আজ সপ্তমী তিথিতে ত্রিপুষ্কর যোগ ও পূর্বাষাঢ় নক্ষত্রের প্রভাব থাকবে। এর পাশাপাশি অমৃত কাল, সুকর্মা যোগ ও ধৃতিমান যোগের প্রভাব থাকবে আজ। সপ্তমী তিথির এই শুভ যোগ কোন রাশির জন্য কেমন, তা জেনে নেওয়া যাক।আজকের মেষ রাশিফলমেষ রাশির চাকরিজীবী জাতকদের কিছু কাজের দায়িত্ব দেওয়া হবে। এই কাজ সম্পন্ন করার জন্য তাঁরা সহকর্মীদের সাহায্যে সময়ের মধ্যে কাজ পুরো করবেন।আইনি বিবাদ থেকে মুক্তি পাবেন। আপনার পক্ষে রায় ঘোষণা হবে।সন্ধ্যা নাগাদ দূরের যাওয়ার পরিকল্পনা করতে পারেন। তবে সতর্ক থাকতে হবে আপনাদের। প্রিয় বস্তু চুরি যেতে পারে।ভাগ্য ৮৯ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে।আজকের বৃষ রাশিফলবৃষ রাশির জাতকরা উৎসাহ ও একাগ্রতার সঙ্গে সমস্ত কাজ করবেন। এতে সফল হবেন। যা আপনাকে ক্রমশ উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে।ব্যবসায়ীরা চুক্তি চূড়ান্ত করার সময় কারও ওপর বিশ্বাস করবেন না। বিশ্বাস করলে আপনারই লোকসান হবে।ব্যবসায় নতুন পরিকল্পনা শুরু করার জন্য সময় ভালো।কাউকে টাকা ধার দিয়ে থাকলে তা আজ ফিরে পাবেন। এর ফলে আপনাদের পরিস্থিতি মজবুত হবে।৯২ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন।আজকের মিথুন রাশিফলমিথুন রাশির চাকরিজীবী জাতকরা ছোটখাটো ব্যবসা শুরুর পরিকল্পনা করে থাকলে তা বাতিল করুন।সন্ধ্যা নাগাদ জীবনসঙ্গীকে শপিংয়ে নিয়ে যেতে পারেন। আয় মাথায় রেখে ব্যয় করুন। না-হলে আর্থিক পরিস্থিতি দুর্বল হবে।সন্তানের সমস্যা শোনার জন্য সময় বের করবেন।ভাগ্য ৮৬ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে।আজকের কর্কট রাশিফলকর্কট রাশির জাতকরা অংশীদারীর ব্যবসায় জড়িত থাকলে পরস্পরের মধ্যে কিছু মতভেদ হতে পারে। এ সময়ে বাণী মাধুর্য বজায় রাখুন।\সরকারি কাজ পুরো হওয়ায় আপনার মনোবল বাড়বে।ছাত্রছাত্রীরা পড়াশোনায় আগত বাধা দূর করার জন্য বাবার পরামর্শ নিতে পারেন।আজ ৮২ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন।আজকের সিংহ রাশিফলসিংহ রাশির জাতকরা জীবনসঙ্গীর উন্নতি দেখে প্রসন্ন হবেন। প্রতিটি বিষয়ে তাঁদের কাছ থেকে পরামর্শ নেবেন।\ব্যবসায়ীরা কোনও লেনদেনের পরিকল্পনা করে থাকলে আজ সতর্ক থাকুন।চাকরিজীবীদের বেতনবৃদ্ধি ও পদোন্নতি হতে পারে।নিজের জন্য সময় বের করতে পারবেন।৭৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে।আজকের কন্যা রাশিফলকন্যা রাশির জাতকরা কোনও বন্ধুকে টাকা ধার দিয়ে থাকলে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে।\অন্য কিছুতে মনোনিবেশ করার পরিবর্তে নিজের কাজে মন দিন।সন্ধ্যাবেলা কিছু সৃজনশীল জিনিসে অর্থ ব্যয় করবেন।বিবাহযোগ্য জাতকরা বিয়ের প্রস্তাব পাবেন।ভাগ্য ৬১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে।আজকের তুলা রাশিফলতুলা রাশির জাতকরা সাফল্য লাভের জন্য যে চেষ্টা করবেন তা ফলীভূত হবে।ব্যবসায় উন্নতি হওয়ায় নতুন সুযোগ পাবেন। তবে সেই সুযোগ চিহ্নিত করতে হবে আপনাকেই।কারও কথায় বিশ্বাস করার আগে ভালো ভাবে চিন্তাভাবনা করে নিন।মায়ের স্বাস্থ্য সমস্যা চিন্তায় ফেলবে।ভাগ্য ৭০ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে।আজকের বৃশ্চিক রাশিফলবৃশ্চিক রাশির জাতকরা নিজের কাজে এগিয়ে এসে অংশগ্রহণ করবেন।প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় লাভান্বিত হবেন।জীবনসঙ্গীর সঙ্গে আর্থিক কারণে বিবাদ হতে পারে।পরিবারের সদস্যদের সঙ্গে ধর্মীয় স্থানে ভ্রমণ করার পরিকল্পনা আপাতত বাতিল করুন।আজ ৯১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে।আজকের ধনু রাশিফলধনু রাশির চাকরিজীবী জাতকরা অফিসে প্রচুর কাজ পেতে পারেন।পরিবাররে সদস্যদের সঙ্গে প্রেমীর সাক্ষাৎ করাতে চাইলে, আজকের দিনটি তার জন্য ভালো।ব্যয় নিয়ন্ত্রণ করত হবে। তা না-হলে ভবিষ্যতে আর্থিক সমস্যার সম্মুখীন হবেন।ভাগ্য ৭৭ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে।আজকের মকর রাশিফলমকর রাশির জাতকরা নিজের আটকে থাকা কাজ সম্পন্ন করতে প্রচুর সময় ব্যয় করবেন।কারও সাহায্য করবেন, তবে তাঁরা যেন এতে আপনার স্বার্থ খুঁজে বের করার চেষ্টা না-করে।শত্রু প্রবল হবে। তাঁরা আপনার কাজে বাধা উৎপন্ন করবে।সম্পত্তি ক্রয় বিক্রয়ের পরিকল্পনা করে থাকলে তার সমস্ত নথিপত্র যাচাই করে নিন।সন্তান কোনও প্রতিযোগিতার আয়োজন করে থাকলে তার পরিণাম আসবে ও তারা সাফল্য লাভ করবেন।ভাগ্য আজ ৯৩ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে।আজকের কুম্ভ রাশিফলকুম্ভ রাশির জাতকরা ভাগ্যের সঙ্গ পাবেন।যে কাজ করবেন, তাতেই সফল হবেন। তাই প্রিয় কাজ আগে করুন।কারও সঙ্গে তর্ক হলে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন।আত্মীয়ের কাছ থেকে ফোনে কোনও সংবাদ পেতে পারেন।ভাগ্য ৭৭ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে।আজকের মীন রাশিফলবিরোধীরা মীন রাশির জাতকদের বৈভব দেখে তাঁদের সমালোচনা করবেন। তবে এই সমালোচনা উপেক্ষা করে যেতে হবে আপনাদের।ছাত্রছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে আগত সমস্যার সমাধান খুঁজতে হবে। এর জন্য শিক্ষকদের পরামর্শ নিতে হবে।সন্তানকে ভালো কাজ করতে দেখে আনন্দিত হবেন।কাউকে টাকা ধার দিয়ে থাকলে তা ফিরে পেতে পারেন। এর ফলে আপনার আর্থিক পরিস্থিতি মজবুত হবে।আজ ৭০ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে।

-->