• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই পৌষ ১৪৩১ সকাল ১০:৩৫:৩৭ (27-Dec-2024)
  • - ৩৩° সে:

আজকের রাশিফলঃ কেমন যাবে আজকের দিন (১৫ অক্টোবর ২০২৩)


রবিবার ১৫ই অক্টোবর ২০২৩ সকাল ১০:৪৬



আজকের রাশিফলঃ কেমন যাবে আজকের দিন (১৫ অক্টোবর ২০২৩)

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

আজকের রাশিফল রবিবার ১৫ অক্টোবর চন্দ্র আজ কন্যা রাশি থেকে বেরিয়ে তুলা রাশিতে প্রবেশ করবে। অন্য দিকে চিত্রা নক্ষত্রের প্রভাব থাকবে আজ। রবিবার থেকেই শুরু হচ্ছে শারদীয়া দুর্গোৎসবের প্রতিপদ তিথি। গ্রহনক্ষত্র ও তিথির এমন সংযোগ বেশ কিছু রাশির জাতকদের জন্য শুভ। আবার কোনও কোনও রাশির জাতকদের সতর্ক থাকতে হবে। মেষ রাশির জাতকরা অর্থ লগ্নি করতে পারেন। আবার কন্যা রাশির জাতকরা নিজের দায়িত্ব পূরণে সফল হবেন। এ ছাড়াও অন্যান্য রাশির আজকের দিনটি কেমন কাটবে তা জেনে নেওয়া যাক।

আজকের মেষ রাশিফল
মেষ রাশির জাতকরা অন্যের সাহায্য করে সন্তুষ্টি লাভ করবেন। তবে অন্যেরা একে আপনার স্বার্থ না-বুঝে বসে, সে দিকে লক্ষ্য রাখবেন।
আত্মীয়দের প্রতারণার শিকার হতে পারেন।
তাড়াহুড়োয় কারও পরামর্শে কোনও লগ্নি করবেন না।
জমি-সম্পত্তি সংক্রান্ত বিবাদের সিদ্ধান্ত আপনার পক্ষে আসবে।
ভাগ্য ৭০ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে।

আজকের বৃষ রাশিফল
বৃষ রাশির জাতকরা চাকরি সংক্রান্ত কোনও সমস্যার সম্মুখীন হলে বরিষ্ঠদের সাহায্যে সমস্যার সমাধান খুঁজে পাবেন।
ছাত্রছাত্রীরা কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে, তাতে সফল হবেন।
অনাবশ্যক ব্যয় এড়িয়ে চলুন, তা না-হলে ভবিষ্যতে আর্থিক সংকটের মুখোমুখি হতে পারেন।
প্রেম জীবনে সতর্ক থাকুন। সঙ্গীর সঙ্গে তর্ক হতে পারে।
৮৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন।

আজকের মিথুন রাশিফল
মিথুন রাশির জাতকরা কারও কথায় এসে কোনও কাজ করবেন না। শুধু নিজের মনের কথা শুনুন।
পরিবারের কোনও সদস্য হঠাৎই অসুস্থ হয়ে পড়তে পারে।
জীবনসঙ্গীর সঙ্গে বিবাদের সমাধান হবে।
ভাগ্য ৯১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে।

আজকের কর্কট রাশিফল
কর্কট রাশির জাতকরা কারও পরামর্শে বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবসা করলে লাভ হবে।
জীবনসঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনায় আলোচনা করতে পারেন।
সরকারি চাকরিজীবীরা নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন। তবে এর জন্য কঠিন পরিশ্রম করতে হবে।
পারিবারিক জিনিস কেনাকাটা করতে পারেন।
সন্তানের তরফে সুসংবাদ শুনতে পারেন। এর ফলে তাঁদের ভবিষ্যৎ চিন্তা কমবে।
আজ ৬১ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন।

আজকের সিংহ রাশিফল
সিংহ রাশির ব্যবসায়ীরা বিবাদে জয়ী হবেন।
নতুন কাজ করার কথা চিন্তাভাবনা করবেন। এতে ভাইয়ের পরামর্শ নিতে পারেন।
অবিবাহিত জাতকদের জন্য পরিবারের সদস্যরা কোনও ভালো প্রস্তাব পেতে পারেন।
সামাজিক ক্ষেত্রে মানসম্মান বাড়বে।
৬৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে।

আজকের কন্যা রাশিফল
কন্যা রাশির জাতকরা আজ নিজের দায়িত্ব পূরণে সময় কাটাবেন। এতে সফল হবেন।
বাড়ির দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ পূরণে প্রস্তুত থাকবেন।
ব্যবসায়ীরা কোনও ঝুঁকি নিলে সমস্যায় পড়তে পারেন।
ব্যবসায় নতুন ডিল ফাইনাল করবেন। যার ফলে ভবিষ্যতে লাভ হবে।
সন্ধ্যাবেলা কোনও অনুষ্ঠানে যাবেন, সেখানে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ হবে।
ভাগ্য ৭৭ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে।

আজকের তুলা রাশিফল
তুলা রাশির জাতকরা পুরনো ঋণ শোধ করতে সফল হবেন।
চাকরি ও অফিসে সকলে আপনার পরামর্শ গ্রহণ করবে। আধিকারিকরা আপনার প্রশংসা করবে।
নিজের বন্ধুর জন্য উপহার কিনতে পারেন।
চাকরিজীবীরা ভালো সুযোগ পাবেন।
ভাগ্য ৮৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে।

আজকের বৃশ্চিক রাশিফল
বৃশ্চিক রাশির জাতকরা বাবার সহযোগিতায় কর্মক্ষেত্রে পুরনো সমস্যার সমাধান খুঁজতে সফল হবেন।
লগ্নি পরিকল্পনায় মনোনিবেশ করতে হবে।
ফোনে আত্মীয়ের কাছ থেকে কোনও সুসংবাদ পেতে পারেন।
সন্তানের শিক্ষার কারণে স্বল্প দূরত্বের যাত্রা করতে হতে পারে।
সামাজিক ক্ষেত্রের সঙ্গে জড়িত জাতকরা আর্থিক লাভ অর্জন করবেন, তাদের মান-সম্মান বাড়বে।
আজ ৬২ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে।

আজকের ধনু রাশিফল
ধনু রাশির জাতকদের জীবনসঙ্গীর সঙ্গে কোনও বিবাদ চললে তার সমাধান হবে।
শ্বশুরবাড়ির তরফে সম্মান লাভ করবেন।
নতুন কাজের প্রতি রুচি বাড়বে।
কোনও অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিন। দৈনিক প্রয়োজনীয়তা পূরণে কিছু অর্থ ব্যয় করবেন।
ভাগ্য ৮০ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে।

আজকের মকর রাশিফল
মকর রাশির জাতকরা শ্বশুরবাড়ির কোনও ব্যক্তিকে টাকা ধার দিয়ে থাকলে তাঁদের মধ্যে তর্ক বাঁধতে পারে। তবে এতে জীবনসঙ্গীর সঙ্গ পাবেন।
এখনও প্রেম নিবেদন না-করে থাকলে, তা আজ করে ফেলুন।
চাকরিজীবীরা পদোন্নতি ও বেতনবৃদ্ধির সুসংবাদ পেতে পারেন।
আর্থিক পরিস্থিতি উন্নত হবে।
ভাগ্য আজ ৯০ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে।

আজকের কুম্ভ রাশিফল
কুম্ভ রাশির জাতকরা ব্যবসায় ছোটখাটো লাভের সুযোগ পাবেন। এর ফলে অর্থ উপার্জনে সফল হবেন। দৈনিক ব্যয় পূর্ণ করতে পারবেন।
ব্যাঙ্ক থেকে লেনদেনের কথা চিন্তা করে থাকলে আজ সতর্ক থাকুন।
শত্রুদের থেকে সাবধান। বন্ধুর মুখোশের আড়ালে আপনার শত্রু হতে পারে।
জীবনসঙ্গীর পরামর্শ আপনার জন্য সহায়ক হবে।
রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা জনসমর্থন পাবেন। এর দ্বারা পরবর্তীকালে লাভ হবে।
ভাগ্য ৬৫ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে।

আজকের মীন রাশিফল
বিরোধীরা মীন রাশির জাতকদের বৈভব দেখে সমালোচনা করবেন। তবে সমালোচকদের উপেক্ষা করে এগিয়ে যেতে হবে আপনাকে।
ছাত্রছাত্রীরা শিক্ষা ক্ষেত্রে আগত সমস্যার সমাধান খুঁজে বের করবেন।
সন্তানকে ভালো কাজ করতে দেখে আনন্দ অনুভব করবেন।
কাউকে টাকা ধার দিয়ে থাকলে তা ফিরে পেতে পারেন। এর ফলে আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে।
আজ ৬৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->