• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই পৌষ ১৪৩১ সকাল ১০:১৩:০০ (27-Dec-2024)
  • - ৩৩° সে:

আজকের রাশিফলঃ কেমন যাবে আজকের দিন (১৮ অক্টোবর ২০২৩)


বুধবার ১৮ই অক্টোবর ২০২৩ দুপুর ১২:০৬



আজকের রাশিফলঃ কেমন যাবে আজকের দিন (১৮ অক্টোবর ২০২৩)

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

আজকের রাশিফল বুধবার ১৮ অক্টোবর চন্দ্র আজ মঙ্গলের রাশি বৃশ্চিকে ভ্রমণ করবে। আবার আজই তুলা রাশিতে আসবে সূর্য। এখানে আগে থেকেই মঙ্গল বর্তমান। এর ফলে সূর্য ও মঙ্গলের যুতি হবে। এ ছাড়াও আজ অনুরাধা নক্ষত্রের প্রভাব থাকবে। গ্রহ-নক্ষত্রের এমন অবস্থানের কারণে আজকের দিনটি একাধিক রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ। আবার কোনও রাশির জাতকদের ভেবেচিন্তে ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে। চতুর্থী কোন রাশির জাতকদের ভালো কাটতে চলেছে, তা বিস্তারিত জেনে নিন এখানে। 

আজকের মেষ রাশিফল 
আজকের দিনটি মেষ রাশির জাতকদের জীবনে সমস্যা নিয়ে আসবে। 
মহিলাদের কারণে পরিবারে অবসাদ দেখা দেবে। 
যাত্রার দ্বারা লাভ হবে। 
সন্তানের চাকরির জন্য ব্যস্ত থাকবেন এই রাশির জাতকরা। 
বুদ্ধি ও বিচক্ষণতার সঙ্গে যে সিদ্ধান্ত নেবেন, তা আপনাকে ভবিষ্যতে লাভ প্রদান করবে। 
আত্মীয়ের কাছ থেকে প্রতারণার শিকার হতে পারেন। কাউকে বিশ্বাস করার আগে ভালোভাবে চিন্তাভাবনা করে নিন। 
ছাত্রছাত্রীরা শিক্ষকদের সাহায্যে পড়াশোনায় আগত সমস্যার সমাধান করতে পারবেন। 
ভাগ্য ৯৩ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। 

আজকের বৃষ রাশিফল 
বৃষ রাশির জাতকদের দাম্পত্য জীবন সুখে কাটবে। 
তাড়াহুড়োয় কোনও সিদ্ধান্ত নেবেন না। তা না-হলে আপনার লোকসান হতে পারে। 
ব্যবসায়ীরা নতুন পরিকল্পনা করে থাকলে, তার মাধ্যমে ভালো পরিমাণে মুনাফা অর্জন করতে পারবেন। 
সন্ধ্যা নাগাদ বাইরে যাওয়ার পরিকল্পনা করবেন, কিন্তু অসুস্থতার কারণে সেই পরিকল্পনা বাতিল হবে। 
৮৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। 

আজকের মিথুন রাশিফল 
মিথুন রাশির জাতকরা বিবাদ এড়িয়ে যান। না-হলে ভবিষ্যতে সমস্যার মুখে পড়বেন। 
পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ থাকলে, আজ চুপ থাকাই শ্রেয়। 
অসুস্থতা বাড়তে পারে। সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিন। 
চাকরিজীবীরা আধিকারিকদের চোখের তারা হয়ে উঠবেন। এর ফলে তাঁদের উন্নতি হবে। 
জীবনসঙ্গীর সঙ্গে পরামর্শ করার সময়ে বাণী মাধুর্য বজায় রাখুন। না-হলে আপনাদের মধ্যে বিবাদ বাঁধতে পারে। 
ভাগ্য ৭৮ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। 

আজকের কর্কট রাশিফল 
কর্কট রাশির জাতকদের মধ্যে যাঁরা সামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত, তাঁদের আজকের দিনটি খুব ভালো কাটবে। 
দীর্ঘদিন ধরে রোজগারের চেষ্টা করছেন যাঁকা, তাঁরা আজ ভালো সুযোগ পেতে পারেন। এর ফলে তাঁদের আর্থিক পরিস্থিতি ভালো হবে। 
ঋণ শোধ করতে সফল হবেন। 
যাঁরা প্রেম সম্পর্কে আবদ্ধ, তাঁরা পরিবারের সদস্যদের পূর্ণ সহযোগিতা লাভ করবেন। সঙ্গীকে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করাতে পারেন। 
সন্ধ্যা নাগাদ কোনও বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হবে। 
পরিবারের দায়িত্ব পূরণ করায় মন প্রসন্ন হবে। 
আজ ৬৪ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। 

আজকের সিংহ রাশিফল 
সিংহ রাশির জাতকদের উচ্চাকাঙ্খা পূরণ হবে। 
নতুন কাজ করার পরিকল্পনা করে থাকলে তাতে সফল হবেন। জনসমর্থন বাড়বে। 
সন্তানের তরফে বহু প্রতীক্ষিত সংবাদ শুনতে পাবেন। 
পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদ চলতে থাকলে তার সমাধান হবে। 
পরিবারের কোনও সদস্যের বিয়েতে বাধা এলে কারও সাহায্য চাইতে পারেন, এর ফলে সমস্যার সমাধান হবে। 
ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে। কঠিন পরিশ্রম করতে হবে। 
৮৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। 

আজকের কন্যা রাশিফল
কন্যা রাশির জাতকদের জন্য আজকের দিনটি ভালো।
জীবনসঙ্গীর উন্নতি দেখে আনন্দিত হবেন। তাঁদের কোনও উপহার দিতে পারেন।
সৃজনশীল কাজে উন্নতি হতে পারে।
দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণে অর্থ ব্যয় করবেন।
সন্তানের বৃদ্ধিপ্রাপ্ত ব্যয়ের কারণে চিন্তিত হবেন। তাঁদের ব্যয় নিয়ন্ত্রণ করুন।
সন্ধ্যাবেলা মা-বাবার সেবায় সময় কাটাবেন।
নিজের সমস্যার সমাধান খুঁজে বের করতে সফল হবেন।
ভাগ্য ৮৮ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে।

আজকের তুলা রাশিফল
তুলা রাশির জাতকদের আজকের দিনটি মাঝারি ফলদায়ী।
প্রিয় মানুষের সঙ্গে দেখা হবে। তাঁদের কাছ থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন।
আজ ভেবেচিন্তে কথা বলুন।
দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ পূর্ণ হওয়ায় আনন্দিত হবেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে।
বাড়ির কাজ পুরো করার চিন্তাভাবনা করলে আপাতত অপেক্ষা করতে হবে।
ভাগ্য ৬৮ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে।

আজকের বৃশ্চিক রাশিফল
বৃশ্চিক রাশির জাতকদের আজকের দিনটি ধন বৃদ্ধি করবে।
সম্পত্তি ক্রয়ের আগে সবদিক ভালো ভাবে খতিয়ে দেখে নিন। না-হলে বড়সড় প্রতারণার শিকার হতে পারেন।
সরকারি কাজ বহুদিন ধরে আটকে থাকলে তা এবার সম্পন্ন হবে।
কারও বিষয়ে দখল দেবেন না।
ধৈর্য ধরে কোনও কাজ করলে তাতে সাফল্য লাভ করবেন।
আজ ৭২ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে।

আজকের ধনু রাশিফল
ধনু রাশির জাতকদের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা উন্নত হবে।
বুদ্ধি ও বিচক্ষণতা প্রয়োগ করে বাড়ি ও ব্যবসা সংক্রান্ত সিদ্ধান্ত নিন।
কারও প্রভাবে এসে কোনও সিদ্ধান্ত নেবেন না। তা না-হলে পরে সমস্যা দেখা দিতে পারে।
মা-বাবার আশীর্বাদে যে ব্যবসা শুরু করবেন, তাতে সফল হবেন।
শ্বশুরবাড়ির তরফে আর্থিক লাভ সম্ভব।
রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য আজকের দিনটি বিশেষ ভালো নয়। কোনও নতুন ব্যক্তির সঙ্গে যোগাযোগ গড়ে তুলবেন না।
ভাগ্য ৭৫ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে।

আজকের মকর রাশিফল
মকর রাশির জাতকদের জন্য আজকের দিনটি মাঝারি ফলদায়ী।
জীবনসঙ্গীর সহযোগিতা ও সান্নিধ্য লাভ করবেন।
চাকরিজীবীরা বরিষ্ঠ আধিকারিকদের প্রশংসা লাভ করবেন।
আর্থিক পরিস্থিতি মজবুত হবে।
পারিবারিক জিনিস কেনাকাটায় অর্থ ব্যয় করবেন। তবে আয় মাথায় রেখে ব্য়য় করুন।
ভাগ্য আজ ৭৩ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে।

আজকের কুম্ভ রাশিফল
কুম্ভ রাশির জাতকদের আত্মবিশ্বাস বাড়তে পারে।
উৎসাহের সঙ্গে সমস্ত কাজ করবেন।
ব্যবসায়ে বিরোধীরাও পরাজিত হবেন।
সমস্ত ক্ষেত্রে পরিবারের সহযোগিতা লাভ করবেন।
প্রয়োজনে ভাই-বোনের কাছ থেকে পরামর্শ নিন।
আর্থিক উন্নতির চেষ্টায় সফল হবেন।
আর্থিক লেনদেনের সময়ে সতর্ক থাকুন।
ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে।

আজকের মীন রাশিফল
মীন রাশির জাতকদের আজকের দিনটি পারিবারিক জীবনের জন্য সুখকর।
সন্তানের তরফে সুসংবাদ পাবেন।
সরকারি চাকরির জন্য আবেদন করে থাকলে তা পেতে পারেন।
পারিবারিক কলহের সমাপ্তি ঘটবে। পরিবারের ঐক্য বাড়বে।
ব্যবসায়ীরা কারও ওপর ভরসা করার আগে পুরো কথা শুনুন ও বুঝুন। না-হলে প্রতারণার শিকার হতে পারেন।
ব্যবসায় যে অর্থ লগ্নি করবেন, তা ডুবে যেতে পারে। তাই আজ আপনাদের সতর্ক থাকতে হবে।
আজ ৯১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->