• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই পৌষ ১৪৩১ সকাল ১০:১৯:২১ (27-Dec-2024)
  • - ৩৩° সে:

আজকের রাশিফলঃ কেমন যাবে আজকের দিন (১৭ অক্টোবর ২০২৩)


মঙ্গলবার ১৭ই অক্টোবর ২০২৩ সকাল ১১:১০



আজকের রাশিফলঃ কেমন যাবে আজকের দিন (১৭ অক্টোবর ২০২৩)

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক:

আজকের রাশিফল মঙ্গলবার ১৭ অক্টোবর চন্দ্র আজ তুলা রাশি থেকে বেরিয়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। আজ শারদীয়া দুর্গোৎসবের তৃতীয়া তিথিতে রবি যোগ, প্রীতি যোগ, আয়ুষ্মান যোগ ও বিশাখা নক্ষত্রের শুভ প্রভাব থাকবে। এই শুভ যোগ ধন ধান্য প্রদান করে, পাশাপাশি সম্মান বৃদ্ধি পায়। গ্রহ-নক্ষত্রের গতি ও এই শুভ যোগ বেশ কিছু রাশির জাতকদের জন্য শুভ। এ সময়ে কাদের ভাগ্যোন্নতি হবে, জেনে নিন।

আজকের মেষ রাশিফল
মেষ রাশির জাতকরা অসম্পূর্ণ কাজ পুরো করার তাড়ায় থাকবেন। তবে তাড়াহুড়োর কারণে কাজ ভেস্তে যেতে পারে, তাই সতর্ক হন।
কর্মক্ষেত্রে নিজের কোনও ভুলের রাগ অন্যের ওপর বের করার ফলে পরিবেশ উত্তপ্ত হবে, এর ফলে অধিকাংশ কাজই বিলম্বে সম্পন্ন হবে।
আর্থিক লাভ সম্ভব, তবে লাভের পরিমাণ প্রত্যাশার চেয়ে কম।
চাকরিজীবীরা গুরুত্বপূর্ণ কাজের জন্য লম্বা ছুটি নেওয়ার পরিকল্পনা করবেন।
অবিবাহিতদের জন্য বিয়ের সম্বন্ধ আসবে।
ভাগ্য ৮৬ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে।

আজকের বৃষ রাশিফল
বৃষ রাশির জাতকদের আজকের দিনটি ব্যস্ততায় ভরে থাকব।
শারীরিক ক্লান্তি সত্ত্বেও কাজে ব্যস্ত থাকবেন, যার ফলে আপনার স্বাস্থ্য খারাপ হবে।
প্রচুর দর কষাকষি করে আর্থিক কাজ সম্পন্ন হবে।
আশাপূরণ অসম্পূর্ণই থেকে যাবে।
বাড়ি বা অফিসে কারও ছোট একটি ভুলের কারণে বড়সড় লোকসান হতে পারে।
৯৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। 

আজকের মিথুন রাশিফল
মিথুন রাশির জাতকদের আজকের দিনে প্রত্যাশার চেয়ে বেশি লাভ হবে।
বাড়ি ও বাইরে আশ্চর্যজনক ঘটনা ঘটবে।
যেখানে লোকসানের সম্ভাবনা রয়েছে, সেখানেও লাভের সম্ভাবনা রয়েছে।
কর্মক্ষেত্রে প্রথমে কঠিন পরিস্থিতিতে পড়বেন, কিন্তু পরে অনুকূল হবে।
একসঙ্গে একাধিক উৎস থেকে আর্থিক লাভ সম্ভব।
বিরোধীরা আপনার কর্মকুশলতার প্রশংসা করবেন।
পরিবারের সদস্যরা আপনার কথায় বিশ্বাস করবেন না।
ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে

আজকের কর্কট রাশিফল
কর্কট রাশির জাতকরা আজ প্রতিকূল পরিণাম পাবেন।
দুদিকে মন ছুটবে, এর ফলে দোটানায় থাকবেন।
বার বার চেষ্টা করা সত্ত্বেও হতাশ হবেন।
বাড়ি ও বাইরে নিজের অতিরিক্ত কথা বলার স্বভাবের কারণে সমস্যায় জড়াতে পারেন।
মিষ্টি কথা বলে লোকে আপনার পরোপকারী স্বভাবের সুযোগ তোলার চেষ্টা করবেন।
কাজে আর্থিক লাভ হবে, তবে তা বেশিক্ষণ স্থায়ী হবে না।
আজ ৮৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। 

আজকের সিংহ রাশিফল
সিংহ রাশির জাতকরা পুরনো পরিশ্রমের ফলাফল পাবেন।
দুপুর পর্যন্ত ব্যবসায়ে প্রচুর লাভ অর্জন করতে পারবেন।
নতুন কোনও প্রকল্পে লগ্নি করবেন না। কারণ সেই প্রকল্প আটকে যেতে পারে।
পারিবারিক কাজে ব্যস্ত থাকবেন।
বাণী ও ব্যবহারের মাধুর্যের ফলে সহজেই যে কেউ প্রভাবিত হতে পারে।
স্বাস্থ্য ঠিকঠাক থাকবে।
৮০ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনাদের পক্ষে। 

আজকের কন্যা রাশিফল
কন্যা রাশির জাতকরা পরিবারে কলহ বাঁধবে।
ভাই-বোনের মধ্যে শত্রুতা থাকবে। পরিবারের অন্য সদস্যরাও আপনার পক্ষ নেবে না।
জমি-সংক্রান্ত কাজে কোনও তাড়াহুড়ো করবেন না, তা না-হলে পরে অনুতাপ হতে পারে।
কর্মক্ষেত্রে উন্নতি হওয়ায় স্বস্তি পাবেন।
কোনও কারণে আধিকারিকদের সঙ্গে তর্ক হতে পারে।
দূরের যাত্রা এড়িয়ে যান।
ভাগ্য ৬১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। 

আজকের তুলা রাশিফল
তুলা রাশির জাতকদের পরিকল্পনা শীঘ্র ফলীভূত হবে।
সব গুরুত্বপূর্ণ কাজ সহজে পূর্ণ হবে।
কাজে ব্যস্ততার কারণে পারিবারিক সমস্যা উপেক্ষা করবেন, যা আপনার জন্য় সমস্যা সৃষ্টি করবে।
আর্থিক লাভ আপনাকে সন্তুষ্টি দেবে।
সকলকে সঙ্গে নিয়ে এগোবেন, এর ফলে অধিক সম্মান পাবেন।
বাড়ির বয়স্ক ও আধিকারিকদের সঙ্গে মতভেদ, তর্ক হতে পারে।
প্রয়োজন অনুযায়ী আর্থিক লাভ হবে।
ভাগ্য ৬৫ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। 

আজকের বৃশ্চিক রাশিফল
বৃশ্চিক রাশির জাতকদের কাজ ধীরগতিতে চলায় ব্যবসার গতিও কমবে।
অসম্পূর্ণ কাজ আজও পূর্ণ হবে না।
যেচে কাউকে কোনও পরামর্শ দেবেন না, তা না-হলে সম্মান হানি হতে পারে।
দুটি বিবাদিত পক্ষের মধ্যে মিটমাট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
বিরোধী শান্ত থাকবে।
ইচ্ছা সত্ত্বেও প্রত্যাশা অনুযায়ী আর্থিক লাভ হবে না।
বিনোদনের জন্য অনৈতিক কাজও করতে পারেন।
আজ ৮৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে।

আজকের ধনু রাশিফল
ধনু রাশির জাতকরা আজ অধিকাংশ সময়ে শান্তিতে কাটাবেন।
তবে পারিবারিক কলহের কারণে চিন্তিত থাকবেন।
ব্যবসায় বিলম্বে পরিশ্রমের ফল পাবেন।
আর্থিক লাভের জন্য অপেক্ষা করতে হবে।
সহকর্মীর সঙ্গে বিনম্র ব্যবহার করুন, তা না-হলে নিজেই সমস্ত কাজ করতে হবে।
আয়ের নতুন উৎস তৈরি হবে।
উচ্চবর্গে ব্যক্তিদের সঙ্গে পরিচিতি বাড়বে।
পারিবারিক পরিস্থিতি বিশেষ ভালো থাকবে না।
আর্থিক পরিস্থিতি নষ্ট হবে, আত্মীয়দের সঙ্গে শত্রুতা বাড়বে।
ভাগ্য ৯০ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে।

আজকের মকর রাশিফল
মকর রাশির জাতকরা আজ যে কাজ করার চেষ্টা করবেন, তাতে বিলম্ব হতে পারে।
সহকর্মীরা আপনার নামে হাসিঠাট্টা করবেন।
অন্যের সঙ্গে আপনার চিন্তাভাবনা মিলবে না, এর ফলে সামঞ্জস্যের অভাব দেখা দেবে।
ভাই-বোনের মধ্যে বিচারধারার মতভেদের কারণে পরিবারে কলহ হতে পারে।
গুরুত্বপূর্ণ কাজে লগ্নি করবেন না। লোকসানের সম্ভাবনা রয়েছে।
ভাগ্য আজ ৯৩ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে।

আজকের কুম্ভ রাশিফল
কুম্ভ রাশির জাতকরা আজ সম্মানিত ও লাভান্বিত হবেন।
ব্যবসায়ীরা সাহায্য লাভ করায় আটকে থাকা কাজ সম্পন্ন করতে পারবেন।
প্রতিযোগিতা কমায় লাভের সুযোগ রয়েছে।
নিশ্চিত সময়ে লেনেদেনের ফলে ধন লাভ হতে পারে।
দাম্পত্য জীবনে আনন্দ থাকবে।
গোপনাঙ্গে সমস্যা দেখা দিতে পারে।
ভাগ্য ৬৬ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে।

আজকের মীন রাশিফল
মীন রাশির জাতকদের আশপাশে অনুকূল পরিবেশ থাকবে।
কাজের প্রতি গম্ভীর থাকবেন। ফলে সময়ের মধ্যে কাজ সম্পন্ন হবে।
কর্মক্ষেত্রে আপনার ব্যবহার প্রশংসিত হবে।
দুপুর নাগাদ ক্লান্তি বা অন্য়ের ব্যবহারের কারণে মেজাজ খিটখিটে হতে পারে।
আজ ৬৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->