বরিশাল সদর উপজেলার চন্দমোহনে নদী ভাঙ্গণ পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবসারপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম। শনিবার দুপুরে উত্তর চন্দ্রমোহন গ্রামের নদী ভাঙ্গণ পরিদর্শনকালে স্থানীয়দের ভাঙ্গণ প্রতিরোধে দ্রুত কাজ শুরু করার আশ্বাস দেন তিনি। এছাড়া চরমোনাইবাসীর দূর্ভোগ লাঘবে সদর উপজেলার বিশ্বাসের হাট টু রাজারচর সড়কের কাজ শুরু করারও নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। এসময় পানি উন্নয়ন বোর্ড দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান, আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন সহ উর্দ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুনঃ